ভারতকে তার অবস্থান স্পষ্ট করতে হবে

Daily Inqilab ইনকিলাব

২০ আগস্ট ২০২৩, ০৮:০০ পিএম | আপডেট: ২১ আগস্ট ২০২৩, ১২:০২ এএম

ভারতের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক আনন্দবাজারের অনলাইনে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। প্রায় অভিন্ন রিপোর্টটি প্রকাশিত হয়েছে ডয়েচে ভেলে’র বাংলা ভার্সনে। নয়াদিল্লির সূত্রে রিপোর্ট দুটি প্রকাশিত হলেও সুনির্দিষ্টভাবে কোনো সূত্রের উল্লেখ নেই। আনন্দবাজার বা ডয়েচে ভেলে’র বরাতে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় একই রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টটি নিয়ে নানা মহলে আলোচনা হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, ‘বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকার দুর্বল হলে তা ভারত এবং যুক্তরাষ্ট্র কারো জন্যই সুখকর হবে না’Ñ ভারত এমন বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রকে। কূটনৈতিক নোটে বিষয়টি নয়াদিল্লি ওয়াশিংটনকে জানিয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আরো বলা হয়েছে, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকায় ভারত যে খুশি নয়, সে বার্তাও ওয়াশিংটনকে দেয়া হয়েছে। নয়াদিল্লির বক্তব্য, ঢাকায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক, এটা ওয়াশিংটনের মতো ভারতও চায়, কিন্তু যেভাবে হাসিনা সরকারকে অস্থির করার জন্য যুক্তরাষ্ট্রের তরফে বিভিন্ন পদক্ষেপ দেখা যাচ্ছে, তা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত তথা দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্য ইতিবাচক নয়। রিপোর্টটির সত্যাসত্য সম্পর্কে আমরা এখনো কিছু জানি না। নয়াদিল্লি কিংবা ওয়াশিংটনের কর্তৃপক্ষীয় তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। রিপোর্টটিতে বর্ণিত বক্তব্য সত্য হলে বাংলাদেশের জন্য সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভারতের একটি দৃষ্টিভঙ্গী এখানে প্রকাশিত হয়েছে। স্পষ্ট হয়েছে, বাংলাদেশ বা তার জনগণ নয়, আওয়ামী লীগের সঙ্গেই ভারতের যত সম্পর্ক। ভারতের উদ্বেগ, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান আওয়ামী লীগের নেতৃত্বে হাসিনা সরকারকে দুর্বল করে দেবে এবং যা কিনা দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্য নেতিবাচক হতে পারে। বস্তুত, এ বক্তব্য ও আশঙ্কার কোনো ভিত্তি নেই। আসলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের অবাধ চর্চা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে কথা বলছে। কোনো দলের পক্ষে তার কোনো সমর্থন নেই। যুক্তরাষ্ট্র সরাসরি সে কথা উল্লেখও করেছে। বলার অপেক্ষা রাখে না, টেকসই ও সর্বজনগ্রাহ্য দ্বিপাক্ষিক সম্পর্ক সেটাই, যেটা হয়ে থাকে রাষ্ট্রে-রাষ্ট্রে এবং জনগণে-জনগণে।

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হোক, সেটার প্রত্যাশা করে। তারা চায়, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ করার অধিকার এবং মানুষের মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা নির্বিঘœ ও নিরাপদ হোক। সব ধরনের নিপীড়ন-নির্যাতন ও মানবাধিকার লংঘন বন্ধ হোক। তাদের এই চাওয়ার সঙ্গে এ দেশের রাজনৈতিক দল ও জনমানুষের চাওয়ার কোনো ফারাক নেই। যে কোনো গণতান্ত্রিক দেশে ক্ষমতার মালিক জনগণ। কোনো দল বা কারা ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে তারা। অন্য কোনো দেশ বা শক্তি নির্ধারণ করার ক্ষমতা বা অধিকার রাখে না। বিগত অন্তত দুটি নির্বাচনে যেভাবে ক্ষমতা দখলের চর্চা হয়েছে, তা মোটেই গণতান্ত্রিক নয়। নির্বাচনের প্রক্রিয়ায় ভারতের প্রত্যক্ষ-পরোক্ষ ভূমিকার অভিযোগও রয়েছে। এই পটভূমিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাওয়া, মানবাধিকার, মত প্রকাশ ও গণমাধ্যমর স্বাধীনতা নিশ্চিত করার দাবি দোষের কিছু হতে পারে না। রিপোর্টটিতে ভারতের যে দৃষ্টিভঙ্গীর কথা উল্লেখ করা হয়েছে, তা নতুন কিছু নয়। এ দৃষ্টিভঙ্গী বিভিন্ন সময় ভারতের অনেক রাজনীতিক, বুদ্ধিজীবী ও বিশ্লেষকের বক্তব্যে প্রতিফলিত হয়েছে। ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে আওয়ামী লীগের সখ্য ও সুসম্পর্কের কথা বলাই বাহুল্য। বাংলাদেশের সঙ্গে ভারতের ‘রক্তের সম্পর্ক’, ‘স্বামী-স্ত্রীর সম্পর্ক’ ইত্যাদি কথা আমাদের ক্ষমতাসীনদের তরফেই বলা হয়েছে। ভারতীয়দের একটি সাধারণ অভিমত হলো, বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভারতের চাওয়া-পাওয়া অনেক সহজে হয়ে যায়। সুতরাং, যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। ভারত যেমন আওয়ামী লীগের ওপর নির্ভর করে, আওয়ামী লীগও ভারতের ওপর নির্ভর করে। বাস্তবতা তো এই যে, পারস্পারিক সখ্য-সম্পর্ক ও নির্ভরতার কারণে বাংলাদেশ ভারতের চাওয়ার এমন কিছু নেই, যা আওয়ামী লীগের এই চলতি শাসনকালে দিয়ে দেয়া হয়নি। ট্রানজিট-করিডোর, বন্দর, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ইত্যাদি সব কিছু ভারত অনায়াসে লাভ করেছে। বিনিময়ে বাংলাদেশ কিছুই পায়নি। এমনকি অনেক চাওয়ার পর তিস্তার পানি পর্যন্ত পাওয়া যায়নি।

পর্যবেক্ষকদের মতে, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার এবং গণমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে তেমন কোনো জোরালো বক্তব্য দিতে দেখা যায়নি। এর কারণ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের শক্ত অবস্থান। তাদের আরও অভিমত, বাংলাদেশের সামগ্রিক বিষয়াশয় ইতোপূর্বে যুক্তরাষ্ট্র ভারতের দৃষ্টিভঙ্গিতে দেখেছে। এখন নিজস্ব দৃষ্টিতে দেখছে। ভারতের জন্য এটা বিব্রতকর। তবে শেষ পর্যন্ত ভারত নিশ্চুপ থাকতে পারবে কিনা, সেটাই প্রশ্ন। ভারতের একজন মুখপাত্র সম্প্রতি বলেছেন, জনগণের ইচ্ছার ভিত্তিতে ভারত বাংলাদেশের নির্বাচন দেখতে চায়। এই অভিমত যুক্তরাষ্ট্র ও তার সমমনা দেশগুলোর অভিমতের কাছাকাছি হলেও এক নয়। ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় ইদানিং বাংলাদেশ সম্পর্কে নানাবিধ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। সে সব প্রতিবেদনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের বিবরণ থাকছে। হিন্দুস্তান টাইমসে এ রকমই এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তার বিষয়বস্তু বর্তমান প্রেক্ষাপটে তৃতীয় শক্তির বা সামরিক বাহিনীর হস্তক্ষেপের সম্ভাবনা কতটুকু। লেখকের আশঙ্কা, ঘটমান পরিস্থিতি সামরিক হস্তক্ষেপের পরিবেশ তৈরি করছে। প্রসঙ্গক্রমে লেখক ২০০৯ সালে বিডিআর বিদ্রোহে ভারতের হস্তক্ষেপের কথা উল্লেখ করেছেন। সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রে ভারত একটা ফ্যাক্টর, লেখক সেটা বুঝাতে চেয়েছেন। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভারতের ভূমিকা ও অবস্থান কী হতে পারে, তা নিয়ে এখনো ধোঁয়াশা আছে। সেটা অবশ্যই তাকে স্পষ্ট করতে হবে। এ দেশ ও জনগণের সঙ্গে তার সম্পর্ক, নাকি কোনো দলের সঙ্গে সে সম্পর্ক, তা পরিষ্কার করতে হবে।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
বেপরোয়া গাড়ি চালানো বন্ধ হোক
আরও

আরও পড়ুন

গফরগাঁওয়ে অসহায় হতদরিদ্রদের মধ্যে দেয়া হলো কম্বল

গফরগাঁওয়ে অসহায় হতদরিদ্রদের মধ্যে দেয়া হলো কম্বল

আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে বাস চাপায় নিজেই লাশ হলেন মোস্তফা

আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে বাস চাপায় নিজেই লাশ হলেন মোস্তফা

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

ভারত থেকে এলো পৌনে ৬ হাজার টন চাল

ভারত থেকে এলো পৌনে ৬ হাজার টন চাল

ভারতের সঙ্গে আমাদের সীমান্ত সমস্যার সমাধান হবে আলোচনায় : পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের সঙ্গে আমাদের সীমান্ত সমস্যার সমাধান হবে আলোচনায় : পররাষ্ট্র মন্ত্রণালয়

ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু

ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু

ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান

ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান

একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন

একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন

সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার

শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে

শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে

শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা

আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা

বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন

ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন

লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন

হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন

চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা

চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা

৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত

৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত