কী চমৎকার উন্নয়ন!
২১ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম
পদ্মাসেতুর নির্মাণ খরচ ৩২ হাজার কোটি টাকা আর একজন ব্যবসায়ীর ব্যাংক ঋণ ৩৬ হাজার কোটি টাকা। পলক সাহেব তার ডিজিটাল প্রকল্প থেকে ৪০ হাজার কোটি হাতিয়ে নিয়েছেন। জয় ও তার খালাতো বোন টিউলিপ রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র ৫৮ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। এস আলম গ্রুপ এক ইসলামি ব্যাংক থেকেই লোন নিয়েছে ৫০ হাজার কোটি টাকা। ১৬ বছরে বাংলাদেশের ঋণ ৯৯.৩ বিলিয়ন ইউএস ডলার আর পাচার হয়েছে ৯৪ বিলিয়ন ইউএস ডলার; যার দ্বারা ৬৯৭টা মেট্রো রেল তৈরি করা যেতো, ৩১৭টা সেটেলাইট মহাকাশে পাঠানো যেতো এবং ৩৬টি পদ্মাসেতু বানানো যেতো। তাহলে বুঝুন কতটা উন্নত করেছে বাংলাদেশ।
গণভবন দখলে দেশের কত ক্ষতি হয়েছে আর দখলে না নিলে কত ক্ষতি হতো সেটা জানা দরকার। যেমন ধরুন ১৬ বছরে শুধু পাচার ১১ লাখ কোটি টাকা, সে হিসাবে প্রতি বছর ৬৮ হাজার কোটি টাকা; প্রতিমাসে ৫.৬ হাজার কোটি টাকা; প্রতিদিনে ১৮৬ কোটি টাকা; প্রতি ঘণ্টায় ৭.৭ কোটি টাকা, প্রতি মিনিটে ১২,৮৩৩ লাখ টাকা এবং প্রতি সেকেন্ডে ২১ হাজার টাকা পাচার হয়েছে। এই হিসাবটা শুধু পাচারের। এ ছাড়া ভেতরের দলীয় লোকেরা কত লাখ কোটি টাকা আত্মসাৎ করেছে তার হিসাব নেই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর নভেম্বর মাসে ২০২৪ এক প্রজ্ঞাপনে বলেছেন, এস আলম গ্রুপ তার পরিচালিত ব্যাংক খাত থেকে বিভিন্ন সময়ে এক লাখ কোটি টাকার উপর ঋণ নিয়েছে, যার কারণে ৮ থেকে ১০টি ব্যাংক তহবিল সংকটে পড়ে এবং অসংখ্য আমানতকারীর চেক ফেরত দিয়েছে, যার প্রক্রিয়া চলমান আছে। একটি রাষ্ট্রের অর্থনীতির হৃদপি- হলো পুঁজিবাজার। সেই পুঁজিবাজার ১৬ বছর ধরে আলোর মুখ দেখেনি। পুঁজি হারিয়ে একাধিক মানুষ আত্মহত্যা করেছে। আন্দোলন করতে গিয়ে বহু লোক জেল খেটেছে। পুলিশের পিটুনি খেয়ে রক্তমাখা সার্ট নিয়ে আর্তনাদ করতে দেখেছি ২০১০ সালে শাপলা চত্বরে। মতিঝিলের ইউনুস টাওয়ারের ছাদে দাঁড়িয়ে সেই দানবীয় দৃশ্য দেখেছিলাম আমি এবং তাৎক্ষণিকভাবে একুশে টিভির একটি লাইভ প্রোগ্রামে আমি অংশ নিয়ে পুঁজিহারা মানুষের সাথে সংহতি প্রকাশ করে তাদের অশ্রু সিক্ত আহাজারি তুলে ধরেছিলাম। লোটাস কামাল গংরা এক কথায় আওয়ামী ব্যবসায়ীরা স্টক মার্কেটে আকস্মিক মূল্য বাড়িয়ে দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের টাকা হাতিয়ে নেয়। এ যেন লুটের বাজার। এক কথায় পুঁজির বাজার রূপ নেয় জুয়ার বাজারে। কথাটি তখন চাউর হয়ে যায় গোটা দেশব্যাপী। লন্ডন (২০২৩) এবং সিঙ্গাপুর (২০১৪) স্টক মার্কেট দেখার সুযোগ হয়েছিল আমার। দেখে মনে হচ্ছিল, মেধাবী ও ভদ্র মানুষের বাজার। এসব দেশে পুঁজিবাজার পুরোপুরি স্থিতিশীল। উন্নত বিশ্বে ক্যাপিটাল মার্কেটে টাউট বাটপারদের স্থান নেই। একটি প্রবাদ বাক্য আছে, শাসক যদি চোর হয় সেই দেশের দারিদ্র্য কখনো কমে না। লগি বৈঠার তা-বে ২৭টি তরতাজা প্রাণ নিঃশেষ হওয়া থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস্ট মাফিয়া চক্রের চক্রান্তে নিহতের সংখ্যা ২৫,০০০ ছাড়িয়েছে। রক্তাক্ত শরীরে আহতের সংখ্যা প্রায় ৫০ হাজারের উপর। বিদেশে গণমাধ্যমে এসব তথ্য প্রকাশিত হয়েছিল ২০২৪ এর আগস্ট মাসে। ২০০৯ সালে ২৬/২৭ মাসে দুইদিন ঢাকায় পিলখানায় পরিকল্পিত হত্যা কা- চালানো হয় তাতে ৫৭ জন সিনিয়র চৌকশ সেনা অফিসারসহ শতাধিক মানুষ প্রাণ হারায়। নারায়ণগঞ্জ সেভেন মার্ডারের পলাতক গড ফাদারের নাম জাতীয় দৈনিকসমূহে লিড নিউজ হিসাবে প্রকাশিত হয়েছিল। লাশগুলি গুম করা হয়েছিল শীতালক্ষ্যা নদীতে। তবে শেষ রক্ষা হয়নি। অপকর্মের হোতারা দলীয় লোক বিধায় সব অপরাধ ক্ষমাযোগ্য, শাসকদের এই বেআইনী কর্মকা- জাতি ১৬ বছর শুধু চেয়ে চেয়ে দেখেছে।
কুখ্যাত ওসি প্রদীপ মেজর সিনহাসহ ২০০ শত মানুষ খুনের স্বীকারোক্তি দিয়েছিলো আদালতে, যার ফাঁসির রায় অদ্যাবধি কার্যকর হয়নি। ২০১০ সালের ৬ সেপ্টন্বর একদিনেই ২০ জন লীগ পন্থী ফাঁসির আসামীর সাজা মওকুফ করেন প্রেসিডেন্ট মোহম্মদ জিল্লুর রহমান। এর বাইরে ২০০১ সাল থেকে এ পর্যন্ত ফৌজদারি মামলায় দ-াদেশ প্রাপ্ত ৩৩ জন আসামিকে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় মুক্তি বা সাজা পরিবর্তন করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য থেকে জানা গেছে, এ সময়ের মধ্যে ২৩ জন মৃত্যু দ-াদেশ প্রাপ্ত আসামির সাজা মওকুফ করা হয়েছে। এ ছাড়া ৬ জন মৃত্যু দ-াদেশ প্রাপ্তকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে। একজন যাবজ্জীবন প্রাপ্ত আসামির সাজা মওকুফ ও বাকিদের সাজা বিভিন্ন মেয়াদে কমান হয়েছে। উল্লেখ্য মৃতুদ- প্রাপ্ত ২০ জন নাটোরের আলোচিত যুবদল নেতা সাব্বির আহম্মদ গামা হত্যা মামলায় অভিযুক্ত ফাঁসির আসামী ছিলেন। (তথ্যসূত্র: বাংলা নিউজ.কম মার্চ ৫, ২০১৪)।
শাপলা চত্বর বিক্ষোভ ডেডলাইন ৫ মে ২০১৩ এইদিন শাপলা চত্বরে সরকারের একাধিক বাহিনী গণহত্যা চালিয়েছিলো। হেফাজত ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ২০১৩ সালের মে মাসের ৫ ও ৬ তারিখে নিহত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করেছে অধিকার। তার হিসাবে ৬১ জন নিহত হয়। ওই প্রতিবেদন প্রকাশ করায় আওয়ামী লীগ সরকার অধিকারের তৎকালীন সেক্রেটারি আদিলুর রহমান খান এবং সংগঠনের বর্তমান পরিচালক এএসএম নাসির উদ্দীন এলানের বিরুদ্ধে নিবর্তনমূলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন ২০০৯ সংশোধিত ২০০৯ এর ৫৭ ধারায় মামলা করে। হেফাজতের উপর বর্বর হামলা যাতে ইলেকট্রনিকস মিডিয়ায় প্রকাশ করতে না পারে সে জন্য ৫ মে ২০১৩ রাতের প্রথম প্রহরে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়া হয়। সেইদিন দিগন্ত টেলিভিশন এব্ং ইসলামিক টিভি সম্প্রচার আকস্মিকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে পীচ টিভিও বন্ধ করে দেওয়া হয়। সরকারের দমন-পীড়নে সারা রাতে কত মানুষ মারা গেছে তা জানা যায়নি মিডিয়া বন্ধ করে দেওয়ার কারণে। পরদিন সকালে রক্তের দাগ সড়কে দালানকোঠায় ও নর্দমায় অফিসগামি মানুষ দেখেছে। খুনের সাক্ষী হয়ে তারা মানুষকে সব জানিয়ে দিয়েছে। গাড়ি দিয়ে পানি ছিটিয়েও রক্তের দাগ মুছে ফেলা যায়নি। আসলে বর্বরতার দাগ মোছা যায় না, এটাই বাস্তবতা । ২০১৩ সালে ৫ ও ৬ মে কত মানুষ মারা গেছে তার সঠিক হিসেব এখনো জানা যায়নি। বিগত ১৬ বছর বাংলাদেশের মানুষ একটি নজিরবিহীন ফ্যাসিবাদী ও মাফিয়া শাসনের অধীনে চরম জুলুম ও ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে। মাফিয়া সরকার মানুষের কথা বলার নি¤œতম অধিকার কেড়ে নিয়েছিলো। রাজনৈতিক দলসহ, সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের জীবনে নেমে এসেছিল ঘোরতর এক বিপর্যয়।
হাসিনা ফ্যাসিস্ট ছাত্র-জনতার আন্দোলন ভূলণ্ঠিত করার জন্য জুলাই-আগস্ট ২০২৪ তার বাহিনী দ্বারা প্রায় দুই হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল, প্রায় অর্ধলক্ষ মানুষের অঙ্গহানি করেছিল। তারপর স্বৈরাচারী হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায়।
লেখক: গ্রন্থকার, গবেষক এবং সমাজ বিশ্লেষক।
[email protected]
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ