সউদী আরব-ইরান সুসম্পর্ক বিশ্বের জন্য কল্যাণবহ
সউদী আরব ও ইরান শত্রুতা ভুলে বন্ধুত্ব গড়ে তোলার চুক্তি করেছে গত ১০ মার্চ বেইজিংয়ে। এতে মধ্যস্থতা করেছে চীন। মুসলিম বিশ্বসহ গোটা বিশ্বের কল্যাণের নবযাত্রা শুরু হয়েছে এর মাধ্যমে। চুক্তি অনুযায়ী দু’দেশ আবার বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা শুরু করবে এবং দু’মাসের মধ্যে পরস্পরের রাজধানীতে দূতাবাস খুলবে। ২০১৬ সাল হতে তাদের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। সে বছর সউদী আরব এক...