নদীদূষণ রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে
১৪ মার্চ ২০২৩, ০৮:৫৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৫:২৬ পিএম

বাংলাদেশ বিশ্বের বৃহত্তম ডেল্টা বা ব-দ্বীপ। হিমালয় থেকে উৎসারিত অসংখ্য নদীর পানিবাহিত পলিমাটি দ্বারা এ দেশের ভূ-প্রকৃতি গঠিত। সবুজ প্রকৃতি ও উর্Ÿর পলিমাটিতে খুব সহজেই প্রচুর ফসল ও বৃক্ষরাজী উৎপাদিত হয়। দেশের নদীগুলোর উজানে ভারতের বাঁধ নির্মাণ, পানি প্রত্যাহার ও আভ্যন্তরীণ দূষণের কারণে নদীগুলোর নাব্য হ্রাস এবং ভয়াবহ দূষণের কবলে। দেশের প্রধানতম নদী পদ্মা ও যমুনার উজানে ফারাক্কা ও গজলডোবা বাঁধের কারণে শত শত শাখা নদী অস্তিত্বহীন হয়ে পড়েছে। পানি প্রবাহ কমে যাওয়ায় পলি জমে পদ্মা-যমুনার মূল প্রবাহে নাব্য সংকট বহু আগেই দেখা দিয়েছে। এর সাথে চলছে মনুষ্যসৃষ্ট নানা অপকর্ম। অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়ণের কারণে ঢাকাসহ দেশের বিভাগীয় শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীগুলো চরম মাত্রায় দূষণের শিকার হচ্ছে। ঢাকার চারপাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালুনদী যথেচ্ছ দখল, ভরাট ও শিল্পদূষণের কারণে বহু আগেই ব্যবহার উপযোগিতা হারিয়েছে। গত দুই দশকে শুধুমাত্র বুড়িগঙ্গার দূষণরোধ ও দখল উচ্ছেদে বেশ কিছু উদ্যোগ নিয়ে শত শত কোটি টাকা খরচ করেও কাক্সিক্ষত ফলাফল পাওয়া যায়নি। একইভাবে শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী দখল, ভরাট এবং দূষণের কারণে অস্তিত্ব সংকটে রয়েছে।
গতকাল ছিল আন্তর্জাতিক নদীরক্ষা দিবস। নদী সুরক্ষায় দেশের সরকার ও নাগরিক সমাজের করণীয় সম্পর্কে বাস্তব উদ্যোগ ও জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৭ সাল সাল থেকে প্রতি বছর ১৪ মার্চ আন্তর্জাতিকভাবে এ দিবসটি পালিত হয়ে আসছে। নদীবহুল দেশ হিসেবে নদী রক্ষার উদ্যোগ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিভার অ্যান্ড ডেল্টা রির্সাচ সেন্টার (আরডিআরসি) নামে একটি বেসরকারি গবেষণা সংস্থার রিপোর্টে বাংলাদেশের প্রধান নদীগুলোর বর্তমান চিত্র তুলে ধরা হয়েছে। গত বছরের ফেব্রæয়ারি থেকে চলতি বছরের ফেব্রæয়ারি পর্যন্ত পরিচালিত তাদের জরিপ রিপোর্টে দেশের ৫৬টি নদীর চরম দূষণের শিকার বলে উল্লেখ করা হয়েছে। পানির পিএইচ মাত্রা, ডিসল্ভ অক্সিজেনের মাত্রা (ডিও), কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা অনুপাত (সিওডি) ইত্যাদি পরিমাপকগুলোর প্রতিটি ক্ষেত্রেই নদীর পানি স্বাভাবিক গ্রহণযোগ্য মাত্রার চেয়ে অনেক কম বা কয়েকগুণ বেশি। ৫৬টি প্রধান নদীর মধ্যে অন্তত ২৫টি নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা প্রতি লিটারে ৫ মিলিগ্রামেরও কম। এই মাত্রায় দূষিত পানিতে মাছ, জলজ প্রাণী ও উদ্ভিদ জন্মাতে পারেনা। এক সময়ে বুড়িগঙ্গা-শীতলক্ষ্যার স্বচ্ছ পানিতে প্রচুর মাছ ও জলজ উদ্ভিদ ছিল। জনপদের মানুষের সুপেয় পানির চাহিদার পাশাপাশি প্রচুর মাছের উৎস ছিল এসব নদী। বুড়িগঙ্গার পানি এখন পরিশোধন করেও ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। শুধু বুড়িগঙ্গা নয়, দেশের বেশির ভাগ নদ-নদী দখল ও দূষণের শিকার হচ্ছে। এতে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়া থেকে শুরু করে পরিবেশ বিপন্ন হয়ে পড়ছে।
অবৈধ দখল, ভরাট, শিল্পকারখানার কেমিকেল দূষণ ও প্লাস্টিক বর্জ্য নদীগুলোর অস্তিত্ব সংকটের মূল কারণ হয়ে রয়েছে। পরিবেশবাদীদের আন্দোলন এবং আন্তর্জাতিকভাবে দৃষ্টিগ্রাহ্য হওয়ার কারণে কখনো কখনো নদী দূষণের বিপক্ষে সরকারের সংশ্লিষ্টদের ইতিবাচক মনোভাব প্রকাশিত হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায় না। আট বছর আগে ২০১৪ সালে সুন্দরবনের শেলা নদীতে তেলবাহী টেঙ্কার ডুবে সেখানকার পানি, মাটি, গাছপালা ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছিল। কিছুদিন সেখান বাণিজ্যিক নৌপরিবহন বন্ধ থাকলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। গতকাল ঢাকার একটি ইংরেজী দৈনিক পত্রিকার সচিত্র প্রতিবেদনে তুরাগ নদীতে তেলবাহী টেঙ্কার ডুবে নদীর ৭ কিলোমিটার এলাকা জুড়ে ভাসমান তেল ছড়িয়ে পড়ার চিত্র উঠে এসেছে। অয়েলটেঙ্কার ডুবির তিনদিন পরেও তেল অপসারণ করে দূষণের মাত্রা ঠেকানোর কোনো উদ্যোগ নিতে পারেনি সংশ্লিষ্টরা। অন্যদিকে, ৫৬টি নদী নানাভাবে দূষিত হয়ে জীববৈচিত্র্য, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। শিল্প কারখানায় বাধ্যতামূলক ইটিপি বাস্তবায়ন, নাগরিক বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ, প্লাস্টিক বর্জ্য সুয়ারেজ লাইন, নদী ও উন্মুক্ত স্থানে ফেলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে না পারলে নদী দূষণ রোধ করা অসম্ভব। প্রতি বছর হাজার হাজার টন প্লাস্টিক বর্জ্য নদীতে জমা হয়ে নদীগুলোকে চরমভাবে দূষিত করছে। নদীর পানিতে প্লাস্টিকের ক্ষতিকর ক্ষুদ্র কণা মাছ ও খাদ্যের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে অনিরাময়যোগ্য রোগ সৃষ্টি করছে। এসব প্লাস্টিকের একটি অংশ নদীবাহিত হয়ে সমুদ্রে গিয়ে দূষণ ও প্রাণ-প্রকৃতির উপর বিরূপ প্রভাব সৃষ্টি করছে। আমাদের কৃষিব্যবস্থা, খাদ্য নিরাপত্তা, বাসযোগ্য জনপদ টিকিয়ে রেখে সুস্থভাবে বেঁচে থাকার পরিবেশ নিশ্চিত করতে হলে নদী রক্ষা ও দূষণ রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণের বিকল্প নেই। নদীদূষণ রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

নেত্রকোনার খালিয়াজুড়িতে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা

ইসরাইলী পণ্য বয়কটের দাবিতে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ

গাজীপুরে বিক্ষোভ মিছিল থেকে দোকানে হামলা গ্রেফতার ৪

ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে ইবি ছাত্রদলের বিক্ষোভ

লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা সড়ক ও নৌ-র্যালী

গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে চাঁদপুরে ল'ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ মিছিল

কৃষ্ণসাগরে বিশাল রুশ যুদ্ধ জাহাজ, স্যাটেলাইট ছবি দেখেই কাঁপছে ইউরোপ!

সুপ্রীম কোর্টের রায়ে ট্রাম্পের বিতাড়ন নীতি বহাল

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ৩৫

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ৯ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী যুক্তরাজ্যে

শেষ পর্যন্ত লড়াই চালানোর ঘোষণা: ট্রাম্পের হুমকির জবাব দিলো চীন

কারিনা সুবিধার মেয়ে নয়,যা করবে, ভেবেচিন্তে কোরো

দাউদকান্দিতে শিক্ষার মানউন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

দাউদকান্দিতে মাছ ধরা নিয়ে সংঘর্ষ গুলিবিদ্ধ -৩

সার্বজনীন স্বাস্থ্য-কল্যাণে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান: অধ্যাপক সায়েদুর রহমান

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দৌলতখানে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

ব্যাংকিং সেবার আধুনিকায়নে বাংলাদেশ ও দ. কোরিয়ান প্রতিষ্ঠানের চুক্তি

কঙ্গোর উত্তেজনার মধ্যে রুয়ান্ডায় গণহত্যার ৩১তম বার্ষিকী পালিত

কিশোরগঞ্জে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আড়াইহাজারে সুইডিশ কোম্পানির কারখানা স্থাপনে সমঝোতা সই