ট্রেন্ডের নামে সোশ্যাল মিডিয়ায় নাটকের আপত্তিকর সংলাপ ও দৃশ্য
১৪ মার্চ ২০২৩, ০৯:১৯ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ০৪:১১ পিএম

একটা সময় টেলিভিশনে নাটক ছিল বিনোদনের অন্যতম উপাদান। প্রযুক্তির উৎকর্ষে এখন নাটক টিভি থেকে ইউটিউবে চলে এসেছে। ইউটিউবের নাটক নির্মাণে কোনো সেন্সরশিপ না থাকায় নির্মিত হচ্ছে আপত্তিকর গল্পের নাটক। ভিউ বাড়ানোর প্রতিযোগিতায় গল্পের সাথে জুড়ে দেয়া হচ্ছে অশ্লীল দৃশ্য ও সংলাপ। এ ধরনের নাটকের প্রতিযোগিতা চলছে এই সময়ের অনেক নাট্য নির্মাতার মধ্যে। শুধু ইউটিউব নয়, ফেসবুকসহ নানা প্ল্যাটফর্মে এ ধরনের প্রতিযোগিতা চলছে। ভিউ এবং আর্থিক মুনাফার জন্য নাটকের ¯পর্শকাতর দৃশ্য ছোট ছোট করে কেটে ফেসবুকে পোস্ট করা হচ্ছে। শুধু তাই নয়, বেশ কিছু ফেসবুক পেজ থেকে মোটিভেশনাল ভিডিও’র নামে ছড়িয়ে দেয়া হচ্ছে আপত্তিকর ভিডিও। ৪-৫মিনিটের এসব ভিডিওতে থাকে অশ্ঃলীল দৃশ্য। শেষ এক মিনিট কোন একটা ম্যাসেজ দিয়ে সেটাকে মোটিভেশনাল ভিডিও বলে চালিয়ে দেয়া হচ্ছে। আধুনিক ট্রেন্ডের নামে অভিনয় শিল্পীরাও অশালনি পোশাক পরছে।এসব নাটকের ছোট ক্লিপস ও মোটিভেশনাল ভিডিওও নামে ছড়িয়ে দেয়া আপত্তিকর ভিডিও দেখছে এবং তারা শিখছে অশালীন সংলাপ ও গালিগালাজ। পরবর্তীতে এসব অশালীন ভাষা বাবা-মায়ের সাথে কিংবা বাহিরেও ব্যবহার করছে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন বাবা-মাসহ পরিবারের সদস্যরা। জয়রাজ ও সায়মা দ¤পতি ৩ বছরের একমাত্র পুত্র নিয়ে রাজধানীর খিলক্ষেতে ভাড়া বাসায় বসবাস করেন। পুত্র সবে কথা বলা শিখেছে। সন্তানকে কিছু সময়ের জন্য মোবাইল ফোন দেন। দেখা যায়, সেই ছেলের মুখে অশ্লীল কথা। এতে তারা বিস্মিত হন। তারা জানান, তাদের সন্তান বাসায় যেমন এই শব্দ বলছে, বাইরেও বলছে। সমাধান হিসেবে শিশুটিকে মোবাইল ফোন দেওয়া বন্ধ করে দেন। এই প্রতিবেদক রাজধানীর ছয়টি প্রাইমারি স্কুলের শিক্ষক-অভিভাবকের সাথে বলেন। নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবকরা জানান, খেলার মাঠ নেই, তাই বিনোদনের জন্য মোবাইল ফোন সন্তানের হাতে তুলে দেই। এতে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, মোবাইল ফোন দিয়ে তারা শিখছে নানা আজেবাজে কথা। সেসব কথার জন্য অন্যের কাছে লজ্জায় পড়তে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় হরহামেশা এত নোংরা ভিডিও চলে আসছে, যা শিশুদের জন্য খুবই ভয়ংকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর প্রতিকার হওয়া জরুরি।
অনেক নির্মাতা কিংবা অভিনয় শিল্পী বলে থাকেন, গল্পের প্রয়োজনে অশালীন পোশাক ও ভাষা ব্যবহার করা হয়। এটা হলো এ সময়ের ট্রেন্ড। অভিভাবকরা ক্ষোভের সাথে বলেন, ট্রেন্ডটা কারা তৈরি করে? তাদের কি ধারণা আছে, সমাজ পরিবর্তনের ক্ষেত্রে মিডিয়া কতটা গুরুত্বপূর্ণ? তারা বলেন, মিডিয়াই ট্রেন্ড পরিবর্তন করে। তারাই বলে দেয়, এইটা পড়–ন, এইটা বলুন। সেখানে তারা যাতা কিছু দেখাতে পারে না। অভিভাবকরা বলেন, ভাষা কিংবা ট্রেন্ড তার রূপ বদলাবে, এটা স্বাভাবিক। নতুন কিছু আসবে, আবার চলে যাবে। তার মধ্যেও একটা স্বাভাবিকতা থাকতে হবে। ট্রেন্ড তৈরি করে মিডিয়া। সমাজের সুষ্ঠু পরিবর্তনের ক্ষেত্রে গণমাধ্যমের বিশাল ভ‚মিকা। কিন্তু আজকাল টিভি মিডিয়ার পোশাক আর ভাষা রীতিমত স্বাভাবিক গতিপথকে ব্যহত করে দিচ্ছে। এর ভালো-মন্দ বিচার করার সময় হয়েছে। নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, একসময় নাটক করার পর প্রশ্ন উঠত, এটার ম্যাসেজ কি? সমাজের কাছে কি বলতে চাই? টেলিভিশনের নাটক তো পরিবারের বাচ্চা থেকে সবচেয়ে বয়স্ক লোকটা পর্যন্ত দেখেন। সেখানে কেন অহেতুক গালি ও সংলাপ থাকবে? তিনি প্রশ্ন করেন, আমরা কি বাসার মানুষের সামনে ইচ্ছে হলেই গালি দিতে পারি? তাহলে নাটকে কেন সেটা দেখাতে চাইব? শিল্পীরাও এ বিষয়ে সচেতন নন। আমরা মিডিয়াতে যা কিছু করব, সেগুলো স¤পর্কে একটু জেনেবুঝে, ভেবেচিন্তে করতে হবে। তিনি বলেন, প্রতিটি নাটক একটি বার্তা দেয়। কখনো ভুল বার্তা, কখনো সঠিক বার্তা। কখনো দর্শককে অনুপ্রাণিত করে, কখনো বিক্ষুব্ধ করে। ফলে নির্মাতাদেরই সতর্ক হতে হবে সংলাপ নিয়ে। তিনি বলেন, টেলিভিশনে যে সুস্থ ধারার নাটক হয় না, তা নয়। তবে কোনো কোনো নির্মাতা কিংবা অভিনয়শিল্পী অকারণে এত বেশি খোলামেলা হচ্ছে, যা চোখে লাগার মতো। সময়ের কিছু খারাাপ দৃষ্টান্ত স্থাপন করছে তারা। এখনই এগুলো বিচেনায় আসা উচিত।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

রাজশাহীতে বিশেষ অভিযানে দুইজনসহ আটক ১৭

তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের নির্মম আঘাতে বড় ভাইয়ের মৃত্যু !

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

উইন্ডিজের কাছে হেরে অপেক্ষা বাড়ল বাংলাদেশের

বাগমারার বার শিক্ষককে অব্যাহতি ও পাঁচ শিক্ষার্থী বহিস্কার

সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে: প্রশ্ন রিজভীর

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর ব্যানার উদ্বেগ-নিন্দা সিইউজে'র

রাত পোহালেই কর্মী সম্মেলন: লাকসাম জুড়ে জামায়াতের নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ

দেশের যেসব অঞ্চলে তীব্র ঝড়ের আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

চারুকলায় এবং ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ একইসূত্রে গাঁথা :ইউট্যাব

সিলেটে জিম্বাবুয়ে দলের অনুশীলনে বৃষ্টির বাগড়া, বাংলাদেশ দলও ঘাম ঝরালো মাঠে

মসজিদে হামলা ও ভাংচুরের ঘটনায় আশুলিয়ায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন

২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

র্যাবের মামলার আসামি পুলিশের শুভাকাঙ্খি হয়ে ধরা ছোঁয়ার বাইরে : ফজলু

মার্চ ফর ইন্ডিয়ান মুসলিম’ আয়োজনের আহ্বান: ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ বাড়ছে বাংলাদেশে
৬৪ দলের বিশ্বকাপ চান না কনকাকাফ প্রধান

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

জকিগঞ্জে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, স্বামীর আত্মহত্যা

আনোয়ারায় ৪ বৃদ্ধকে মারধরের অভিযোগ গ্রাম-পুলিশের বিরুদ্ধে

তারেক রহমান: নতুন প্রজন্মের জাতীয়তাবাদী নেতৃত্বের প্রতীক - ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)