শিল্পী জাহাঙ্গীর আলমের প্রণের গান শীর্ষক চিত্রপ্রদর্শনী
০৫ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী জাহাঙ্গীর আলমের ‘প্রাণের গান’ শীর্ষক প্রদর্শনী। প্রদর্শনীটি উদ্বোধন হয় গত শুক্রবার। শেষ হবে ১১ নভেম্বর। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিস এ খান, (সদস্য, বোর্ড অব গভর্নরস, সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্ট), অধ্যাপক মোহাম্মদ ইউনুস, (চেয়ারম্যান, আর্ট বাংলা ফাউন্ডেশন), জেরিন মাহমুদ হোসেন, (পরিচালক, শাশা ডেনিমস লিমিটেড), অধ্যাপক ড. মলয় বালা, (ওরিয়েন্টাল আর্ট বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোজঁ। জাহাঙ্গীর ছবি আঁকেন প্রাণের টানে, সৃজনানন্দের উৎসবে মত্ত হয়ে। দীর্ঘদিন ওরিয়েন্টাল পেইন্টিং স্টুডিওর ‘রেসিডেন্স আর্টিস্ট’ হিসেবে কাজ করায় জলরং ওয়াশ পদ্ধতির একটি নিজস্ব শৈলী তৈরি করেছেন তিনি। রং মিশ্রণের পরিপক্বতা তাঁর চিত্রকলার অনন্য গুণ। তার কোনো কোনো কাজ অর্ধ-বিমূর্ত। চিত্রে রঙের পরিপক্ক বিন্যাস তার বোধের পরিপক্কতার সাথে একাত্ব করে দেখা যেতে পারে। কখনো গৌড়ীয় নৃত্য, কখনো দেশ, কখনো বাগেশ্রী, কখনো খাম্বাজ কিংবা মালকোশ রাগ; কখনো মেঘের লীলাখেলা, কখনো হেমন্তের বিকেল, কখনো মায়াবী গোধূলি, কখনো বাংলার রমণী, কখনো লীলাকীর্তন, কখনোবা পৌরাণিক উপাখ্যানের বিষয়-আখ্যান তার চিত্রে দেখা যায়। ফুল নিয়ে তিনি অনেক চিত্র আঁকেন, যা ঠিক বাস্তব ফুলের অনুরূপ নয়। এখানে রং আসে রূপের মোহনীয় বারতা নিয়ে। তাই চিত্রপটে বহুচরিত্রের উপন্যাস তৈরি হয় যেখানে গাছ, মাটি, নদী, জল ও মেঘ আলাদা চরিত্র তৈরি করে। শিল্পপ্রেমী দর্শক প্রতিটি চরিত্রের সাথে কথোপকথন করতে পারবে। বাংলার সরাচিত্রের মোটিফে করেছেন সিরিজচিত্র, যেগুলোকে বাংলার লোকচিত্রকলার নব ভাষার মিশেল রয়েছে। ভেতরের ফুল, নারী অবয়ব, গাছ ও লতাপাতা একটা কল্পিত রসায়নের বিন্যস্ত। রং লেপন প্রাচ্যরীতির ধৌত পদ্ধতির হলেও চিত্রজমিন ত্রিমাত্রিক মিশ্র রঙের খেলায় ভরপুর। প্রদর্শনীতে রয়েছে জলরং ওয়াশ পদ্ধতির কাজ। রং এর চলনে ফিগারের অবয়ব মেঘলীলার অনুরূপ। কোথাও ¯পষ্টকরণের চেষ্টা নেই, কিন্তু ফিগারগুলো (অধিকাংশই নারী ফিগার) বাস্তব রক্ত মাংসের ফিগারের মতোই উপস্থিতির জানান দেয়। তার অধিকাংশ কাজে লাল, নীল, হলুদ, কমলা এসব উজ্জ্বল রঙের সঙ্গে কালো রং ব্যবহার করেছেন একই উজ্জ্বলতায়। দাঁড়িয়ে থাকা গাছের বিস্ততি, গাছের ফাঁকফোকর ধেয়ে আস আলোর ফিনকি ও শৈশবস্মৃতির অনুভবতাড়িত আলোছায়ার স্মৃতিধৃত রূপ। নীল রঙের ছোঁয়া আছে প্রায় প্রতিটি কাজে। বর্ষা, বর্ষাস্নাত প্রকৃতি অঙ্কনে মাটির সোঁদাগন্ধ, বাতাসের রং, সঙ্গীতের সুরে একাকার। প্রদর্শনীটি সোমবার থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস