মুক্তি পেয়েছে শাহরুখের ‘ডানকি’, বাংলাদেশে আসছে কাল
২১ ডিসেম্বর ২০২৩, ১১:১১ এএম | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩, ১১:১১ এএম
অপেক্ষার পালা শেষ হয়েছে শাহরুখপ্রেমীদের। বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ‘ডানকি’ সিনেমা আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে। সিনেমাটি নির্মাণ করেছেন রাজকুমার হিরানি। সিনেমাটি নিয়ে বিশ্বব্যাপী তুমুল আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মাঝে। আজ (২১ ডিসেম্বর) মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে ভোর ৫টা ৫৫ মিনিটে ‘ডানকি’র প্রথম শো শুরু হয়। সাফটা চুক্তির আওতায় আগামীকাল (২২ ডিসেম্বর) বাংলাদেশে মুক্তি পাবে ‘ডানকি’।
মুক্তির আগের দিন থেকেই যেন ‘ডানকি’ ঝড়ে কাঁপে ভারত। প্রথম দিনের অ্যাডভান্স বুকিংয়ে নজর কাড়ে এই সিনেমা। ভারতীয় বক্স অফিসে প্রথমদিনের জন্য ‘ডানকি’র অ্যাডভান্স টিকিট বুকিং থেকে আয় হয় ১০.৩৯ কোটি রুপির বেশি।
আজ ভারতজুড়ে ডানকির মোট ১২,৭২০ টি শো দেখানো হবে বলে ঠিক করা হয়েছে। টিকিট বিক্রি হয়েছে ৩ লাখ ৬৪ হাজারেরও বেশি। আর গড়ে যদি টিকিটের মূল্য ২৬৩ রুপি ধরা হয় তাহলেই বোঝা যাচ্ছে এখনও পর্যন্ত এই ছবিটি বক্স অফিস ঠিক কতটা আয় করেছে। ভারতের অন্ধ্র প্রদেশে প্রথমদিনের জন্য এই সিনেমার যত টিকিট বিক্রি হয়েছে তার মধ্যে ১৬.৯৭ লাখ রুপির টিকিট এখানেই বিক্রি হয়েছে। ৩৯টা শোয়ের মধ্যে এখানকার ২৭টি শো দর্শকপূর্ণ হয়ে গেছে বলেই জানা যায়। এরপর আছে আসাম এবং বিহার।
যথাক্রমে সেখানে ১৯.৯২ লাখ এবং ১৪.২ লাখ রুপির টিকিট বিক্রি হয়েছে প্রথমদিনের জন্য। গুজরাট এবং মহারাষ্ট্রেও বিপুল পরিমান টিকিট বিক্রি হয়েছে। মহারাষ্ট্রে ৪.৮৫ কোটির টিকিট বিক্রি হয়েছে। অন্যদিক গুজরাটে ৪০.৫ লাখের টিকিট বিক্রি হয়েছে ডানকির। দক্ষিণেও নজর কেড়েছে সিনেমাটির অ্যাডভান্স বুকিংয়ের সংখ্যা।
এদিকে সম্প্রতি সিনেমাটির প্রচারের জন্য দুবাই গিয়েছিলেন বলিউড বাদশাহ। ভক্তদের সঙ্গে আড্ডা দিয়েছেন। সিনেমাটির বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছেন। সেখানেই ‘ডানকি’কে নিজের ক্যারিয়ারের সেরা সিনেমা বলে অভিহিত করেছেন শাহরুখ। একই সঙ্গে এটাও জানিয়েছেন, ‘পাঠান’ ও ‘জওয়ান’ তিনি তৈরি করেছেন দর্শকদের মনোরঞ্জনের জন্য। আর ‘ডানকি’ তৈরি করেছেন সম্পূর্ণ নিজের ভালো লাগার জন্য।
শাহরুখ খান বলেন, ‘“জাওয়ান” বানানোর সময় ভেবেছিলাম, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য কিছু করা দরকার। কিন্তু আমি নিজের জন্য এখনো কিছু বানাইনি। এরপর আমি “ডানকি” প্রযোজনা করি। এটা সম্পূর্ণ আমার সিনেমা, যেটা আমার হৃদয়ের খুব কাছের।’
রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমায় শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তার চার বন্ধুর গল্পে এগিয়েছে ‘ডানকির’র গল্প। স্বপ্নপূরণের জন্য যারা যেকোনো মূল্যে যেতে চায় লন্ডনে। এই সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখ আর গৌরির রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক