ভাইরাল ‘জামাল কুদু’ গানটির জন্ম কয়েকশো বছর আগে!
২৩ ডিসেম্বর ২০২৩, ০৫:০৬ পিএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৫:০৬ পিএম
বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির পর বলিউড বক্স অফিস মাতিয়ে রেখেছে সিনেমাটি। বক্স অফিস হিটের পাশাপাশি দারুণ প্রশংসাও পাচ্ছেন রণবীর কাপুর। তবে অ্যানিমেলে রণবীরের সঙ্গে টক্কর দিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেতা ববি দেওল। ‘জামাল কুদু’ গানের মাধ্যমে ‘অ্যানিমেল’ সিনেমার পর্দায় দেখা গেছে তাকে।
সাদা শার্ট, গলায় পান্নার মালা, মাথায় মদের গ্লাস নিয়ে নাচছেন ববি দেওল। সাথে বাজছে ‘জামাল কুদু’। ‘অ্যানিম্যাল’ সিনেমায় জামাল কুদু গানটি ব্যবহার করা হয় ববি দেওলের এন্ট্রি সং হিসেবে। ভিন্ন ভাষাভাষীর মানুষরা গানটির অর্থ না বুঝলেও সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় বোঝাই যাচ্ছে দর্শকদের কতখানি মন জয় করে নিয়েছে এই গানের সুর। ইউটিউব শর্টস, টিকটক কিংবা ফেসবুক রিলস সব জায়গায় বাজছে ভারতীয় ‘অ্যানিম্যাল’ সিনেমাটিতে থাকা দক্ষিণ ইরানের এই ঐতিহ্যবাহী 'জামাল কুদু' গান।
তবে ‘জামাল কুদু’ ভারতীয় কোনো গান নয়। এটি ইরানের একটি লোকসংগীত। দক্ষিণ ইরানের পারস্য উপসাগরের তীরবর্তী অঞ্চলে এই গানটি নাকি কয়েকশো বছর ধরে গাওয়া হয়। সেখানে এটি ‘বন্দরি গান’ হিসাবে পরিচিত। প্রসঙ্গত, বাংলা ‘বন্দর’ শব্দটি এসেছে পারসিক ভাষা থেকেই। সে দিক থেকে দেখলে, ‘জামাল কুদু’ বন্দরবাসী জনগোষ্ঠীর গান।
‘অ্যানিম্যাল’ সিনেমাতে ‘জামাল কুদু’কে একটি বিয়ের আসরে শোনা গিয়েছিল। সত্যিই এটি বিয়ের গান। সিনেমাতে যারা সমবেত কণ্ঠে গানটি গেয়েছেন, তাদের নাম— সৌনিক, হর্ষিতা, কীর্তনা, ভাগদেবী, মেঘনা নাইডু, সাবিনা, ঐশ্বর্যা দাসারি অভীক্ষা এবং শেহনাজ়। ইরানের পরম্পরাগত সুরের সঙ্গে সিনেমাটির ভার্সনটিতে যুক্ত হয়েছে সাম্প্রতিক সময়ের রিদম। সব মিলিয়ে এটি হয়ে উঠেছে এক উৎসবের উদযাপন-সঙ্গীত।
ফারসি ভাষায় ‘জামাল’ শব্দটির অর্থ ‘সুন্দর’। গানের বাণীতে সেই সুন্দরেরই বন্দনা করা হয়েছে। গানটিতে ব্যবহৃত হয়েছে তার, সন্তুর, ডাফ ইত্যাদির মতো ঐতিহ্যবাহী ইরানি বাদ্যযন্ত্র। এই গানের হারমনি অংশটি যেন চিরমিলনের কথা ভেবেই রচিত। গানের ‘জামাল জামালেক জামলো জামাল কুদু’ লাইনটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। এর বাংলার অনুবাদ হলো, ‘ও আমার প্রিয়, আমার ভালোবাসা, আমার মিষ্টি ভালোবাসা’।
তবে আবার এমন কথাও শোনা যাচ্ছে যে, ‘জামাল কুদু’র যে সংস্করণটি ‘অ্যানিম্যাল’-এ গাওয়া হয়েছে, সেটি নাকি আসল গানটি নয়। ইরানের আধুনিক কবি বিজান সামান্দার (১৯৪১-২০১৯) পরম্পরাগত গানটিকে নতুন রূপ দেন। কবি বিজান নামকরা সঙ্গীতজ্ঞও ছিলেন। বিপ্লব পূর্ববর্তী ইরানের সঙ্গীতজগতে তিনি বেশ সক্রিয় গায়ক ও তার (ইরানি বাদ্যযন্ত্র)-বাদকও ছিলেন। আপাতত ‘অ্যানিম্যাল’-এর কল্যাণে বিজানও উঠে এসেছেন আলোচনায়।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক