রাণী রূপে মায়ের চরিত্রে আসছে দীপিকা পাড়ুকোন
অবশেষে বলিউডে আসছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। মেগাস্টার শাহরুখ খান অভিনীত রিভেঞ্জ থ্রিলার ‘কিং’-এর ঘোষণার পর থেকেই যেন আগুন লেগেছে সিনে মহলে। একে তো শাহরুখ খানের অনবদ্য প্রত্যাবর্তন, অপরদিকে কন্যা সুহানা খানের বড় পর্দায় অভিষেক—এমন খবরেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে।গল্প এখানেই শেষ নয়, এই সিনেমায় এবার যুক্ত হতে চলেছে এক মহারানি। তিনি আর কেউ নন, বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
জানা...