জারদারির বাড়িতে নেচে ১০ কোটি রুপি নিয়েছিলেন ঐশ্বরিয়া রাই?
ক্যারিয়ার গড়েছিলেন মডেল হিসেবে। তারপর পেলেন বিশ্বসুন্দরীর খেতাব। পরবর্তীতে হলেন বলিউডের শক্তিমান অভিনেত্রী। এরপর দেশের গণ্ডি পেরিয়ে হলিউডে অভিষেক। এমনকি কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে দাঁড়ানো। অভিনয় ক্যারিয়ারে বহুল সোনালি সময়ের স্বাক্ষী হয়েছেন অমিতাভ বচ্চনের পূত্রবধূ ঐশ্বরিয়া রাই।
এই উপমহাদেশে ঐশ্বরিয়া রাই মানেই বিশেষ কিছু। তাকে নিয়ে ভক্তদের উত্তেজনা সবসময়ই তুঙ্গে। একসময় ঐশ্বরিয়াকে নিমন্ত্রণ জানাতে মরিয়া থাকত দেশ বিদেশের নাম করা...