অগ্নিঝরা লুকে ভিকি কৌশল, পুরাণ কাহিনী নিয়ে আসছে "মহাবতার"
অদ্ভুত চেহারা,আধা-পাকা চুল, মুখভর্তি দাড়ি, চোখে আগুন ঝরছে এমনই এক লুকে দেখা গেছে ভিকি কৌশলকে। নির্মাতা অমর কৌশিকের পৌরাণিক সিনেমা ‘মহাবতার’–এর ফার্স্ট লুকে এভাবেই আগমন ঘটেছে বলিউডের এই অভিনেতার। জানা যায় আগামী বছর বড়দিনে মুক্তি পাবে সিনেমাটি। যেখানে পরশুরাম চরিত্রে দেখা যাবে ভিকিকে।
এদিকে বেশ কিছু সফল হরর সিনেমা নির্মাণের পর পুরাণের কাহিনি নির্ভর সিনেমায় পা রাখছে দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মস।...