ভিউকেন্দ্রিক নাটক অশ্লীলতা ছড়াচ্ছে
১৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম
ইউটিউবে রমরমা ভিউ বাণিজ্যের কারণে টিভি চ্যানেলের পরিবর্তে একশ্রেণীর নির্মাতা নির্মাণ করছেন চটকদার নাটক। সেসব নাটকে কাজ করে রীতিমতো তারকা বনে যাচ্ছে অভিনয় না জানা কিছু উঠতি তরুণ-তরুণী। তথাকথিত এসব ইউটিউব তকমাধারী অভিনেতা-অভিনেত্রী এবং নির্মাতা অশ্লীল কনটেন্ট করে ভিউ পাচ্ছে। ইউটিউবের জন্য নির্মিত এসব নাটকের উদ্ভট গল্প, অশ্লীল অঙ্গভঙ্গি, অশ্রাব্য গালাগালি একশ্রেণির দর্শকের কাছে বেশ প্রিয় হয়ে উঠছে। বর্তমানে ইউটিউবের জন্য নির্মিত নাটকে প্রচুর পরিমানে ‘বিপ’ শব্দের ব্যবহার করা হয়। ‘বিপ’ শব্দটি প্রয়োগ করে উদ্দেশ্যমূলকভাবে জানিয়ে দেয় এখানে গালি আছে। এই শ্রেণির কোনো নাটকই পরিবার নিয়ে দেখা যায় না।
ইউটিউব স্বাধীন একটি মাধ্যম বলে সবাই নিজের মতো করে কনটেন্ট তৈরি করছে। দর্শকও সময়-সুযোগমতো নাটক দেখছে। তবে নাটকের নামে যেসব কনটেন্ট প্রচার কার হচ্ছে সেগুলো কোনো সুস্থ রুচির মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। অথচ এসব মানহীন কিংবা অশ্লীল কমেডি নাটক মুক্তির অল্প কিছু দিনের মধ্যে লাখ-লাখ ভিউ হচ্ছে। একশ্রেণির দর্শক এগুলো দেখে বিনোদনও নিচ্ছে। এগুলো বাণিজ্যিকভাবে সফল হলেও আমাদের নাটকের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। রুচিশীল দর্শক এসব নাটক দেখে বিরক্ত হচ্ছেন। ২০২৩ সালের কয়েকটি নি¤œরুচির নাটকের নাম শুনলেই সেটি সহজে বোঝা যায়। যেমন ‘দৌড়ের উপর বিয়ে’, ‘বাটপার প্রেমিক’, ‘জামাই কেন চোর’, ‘বেয়াইন যেন কাঁচামরিচ’, ‘দুইজনের এক বউ’, ‘বিয়ে ছাড়া বাচ্চা’ ইত্যাদি। এসব নাটকে কমেডির নামে অশ্লীল দৃশ্য ও সংলাপ উপস্থাপন করা হচ্ছে। বেশি ভিউ ও আয়ের প্রত্যাশায় এ ধরনের মানহীন ও কুরুচিপূর্ণ নাটক কিছু নির্মাতা নির্মাণ করছে।
বর্তমানে ইউটিউব নির্ভর কাজের প্রতি অনীহা প্রকাশ করতে দেখা গেছে অনেক অভিনয়শিল্পীদের। কারণ জানতে চাইলে তাদের ভাষ্য হচ্ছে, ইউটিউব নির্ভর কাজের প্রতি অনীহা মূলত কিছু নির্মাতা ও অভিনেতার জন্য তৈরি হয়েছে। তারা অশ্লীল সংলাপ ও কমেডির নামে ভাঁড়ামোপূর্ণ নাটক করে। তাদের কাজ ফিরিয়ে দিয়েছি। তথাকথিত কিছু নির্মাতা বা কিছু অভিনয়শিল্পী এই ইউটিউবের ভালো ট্রেন্ডটি নষ্ট করে দিচ্ছে। উদাহরণ দিয়ে এক অভিনেতা বলেন, কিছুদিন আগে আমি একটি কাজে বিমানে করে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিলাম। বিমানটি ল্যান্ড করার সময় হঠাৎ এক বয়স্ক ভদ্রলোক আমার দিকে এসে অনেকটা ধমকের স্বরে বললেন, আপনাদের নাটকে এত গালাগালি থাকে কেন? আমরা পরিবার নিয়ে দেখতে পারি না। আমি চুপ হয়ে গেলাম। আমার নিজের অভিনীত কোনো নাটকে কিন্তু এ ধরনের অভিযোগ পাওয়া যাবে না। যেহেতু এই ইন্ডাস্ট্রির অংশ হিসেবে আমিও রয়েছি, তাই এসব অপবাদ নিতে হচ্ছে। নাট্যকার আহসান আলমগীর বলেন, ইউটিউবের জন্য নির্মিত ওসব নাটককে নাটক বলাটা যৌক্তিক না। এগুলো ইউটিউবের সস্তা কনটেন্ট। এ ধরনের কনটেন্ট কলকাতাতেও অহরহ হচ্ছে। যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখনো খুবই নি¤œমানের এবং অশ্লীল গানের ক্যাসেট বের হতো এবং এগুলো বিক্রিও হতো অনেক। কিন্তু কালের গর্ভে হারিয়ে গেছে। বাস্তবতা হচ্ছে, সস্তা কিছুই টিকে থাকেনা। এখন সেইসব ক্যাসেট ব্যবসায়ীরা এখন ইউটিউবে অশ্লীল কন্টেন্ট তৈরি করে অর্থ কামাচ্ছে, এই নিয়ে খুব বেশি বিচলিত হওয়ার কিছু নেই। এগুলো এসেছে, আবার হারিয়ে যাবে। নাট্যগবেষকরা বলছেন, ইউটিউব একটি সেন্সরবিহীন প্ল্যাটফর্ম হওয়ায় সবাই নিজের মতো কাজ করছে। আর ভিউ বাণিজ্য একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভিউ-এর জন্য অনেক নির্মাতা মরিয়া হয়ে উঠছে। রাতারাতি ভাইরাল হতে গিয়ে অনেক অভিনয় শিল্পীরাও অশ্লীলতার ফাঁদে পা দিচ্ছে। ভিউ হওয়া আর্টিস্টদের আবার নির্মাতাদের কাছে কদর বেশি। তাই এসব থেকে পরিত্রাণ পেতে কিছু নীতিমালার প্রয়োজন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
উৎসব মুখর পরিবেশে পালিত হলো জাবির ৫৪ তম দিবস
কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
সউদী-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত
ব্যবসা গুটিয়ে নিতে এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা
ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপরে খুব প্রভাব পড়বে না: প্রেস সচিব