নাটক প্রচারের নতুন মাধ্যম এবং প্রচারের ভিন্নতা
৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
একটি চলচ্চিত্র মুক্তির আগে প্রচারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ‘প্রচারেই প্রসার’ এ স্লোগান দিয়ে তুমুল প্রচারণা চালানো হয়। এ প্রচারণা শুরু হয় সিনেমার মহরত থেকে। ধাপে ধাপে মুক্তি দেয়া হয় সিনেমার পোস্টার, ফার্স্ট লুক, ট্রেইলর ও গান। ফেসবুক, ইউটিউব, মোবাইলসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে প্রচার কাজ চালানো হয়। এ প্রচারণা চলে মুক্তির আগ পর্যন্ত। প্রচারণায় যুক্ত হন প্রযোজক, পরিচালক ও সিনেমার নায়ক-নায়িকারা। তারা সিনেমা হলে উপস্থিত হয়ে দর্শকদের সিনেমা দেখার আগ্রহ তৈরি করেন। এমনকি মুক্তির পরও নানা আলোচনা-সমালোচনার মাধ্যমে সিনেমাটির প্রচার চলে। তবে এখন সিনেমার মতোই নাটকের প্রচারণা শুরু হয়েছে। কখন, কোথায় কোন নাটক প্রচার হবে, নির্মাতারা তার প্রচারণায় নেমেছেন। দর্শকের সামনে নাটকটি তুলে ধরতে অনেকটা সিনেমার মতো পোস্টার, ফার্স্ট লুক, ট্রেলার প্রকাশ শুরু করেছে। এছাড়া অনেকদিন ধরেই ফেসবুকসহ অন্যান্য সোস্যাল মাধ্যমে নাটক ও সিনেমা কেন্দ্রিক নানা গ্রুপ গড়ে উঠেছে। এর উদ্দেশ্য হচ্ছে, দেশীয় নাটক ও চলচ্চিত্র নিয়ে আলোচনা ও সমালোচনার মাধ্যমে এর মান ও গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলা। এসব গ্রুপের সদস্যরা নিঃস্বার্থভাবে দেশীয় নাটক-সিনেমা নিয়ে প্রতিনিয়ত লিখেন, যা প্রভাবিত করে সাধারণ দর্শককে। এছাড়া নাটকের তারকারা তাদের নিজস্ব সোশ্যাল অ্যাকাউন্ট থেকেও নাটকের পোস্টার শেয়ার করে প্রচারণা চালায়, যা দর্শকদের নাটক দেখার প্রতি আকৃষ্ট করছে। নাটকের প্রচারণায় এই ভিন্ন উদ্যোগে বাংলা নাটকের দর্শক বাড়ছে বলে মনে করছেন নাট্যবোদ্ধারা। এ বছর টেলিভিশন, ইউটিউব, ওটিটি মিলিয়ে দেড় হাজারের মতো নাটক প্রচারিত হয়েছে। দর্শকদের প্রশংসা পাওয়া নাটকের মধ্যে উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে, বিদেশ, কাজলের দিনরাত্রি, শব্দপ্রেম, আক্ষেপ, সারপ্রাইজ, কবর, রঙিলা, প্রিয় পরিবার, সুইট কিস, পুনর্জন্ম অন্তিম পর্ব, সরি অমিত, পারুল, হাত সাফাই, কাছের মানুষ, মায়াশালিক, পথে হলো দেরী ইত্যাদি। এ বছর ইউটিউবে সবচেয়ে বেশি দেখা নাটকের তালিকায় প্রথম দিকে রয়েছে কাজল আরেফিন অমির ‘ফিমেল-৩’ (৩১ মিলিয়ন), মহিদুল মহিমের ‘কঞ্জুস’ (২৮ মিলিয়ন), কাজল আরিফিনের ‘কিডনি’ (২৭ মিলিয়ন), ‘ঢাকাইয়া পোলা সিলেটি ফুরি’ (২৫ মিলিয়ন), ‘কলিজার আধখান’ (২৩ মিলিয়ন)। টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের টেলিপ্যাব) সাধারণ স¤পাদক সাজু মুনতাসির জানান, চলতি বছরে সব মিলিয়ে প্রায় ১ হাজার ৫০০ নাটক প্রচারিত হয়েছে। যার বেশির ভাগই প্রচার হয়েছে ইউটিউবে। এ বছর নাটকভিত্তিক প্রায় অর্ধশত ইউটিউব চ্যানেল কার্যক্রম শুরু করেছে। ৬০ শতাংশের বেশি নাটক সরাসরি এসব চ্যানেলেই মুক্তি পাচ্ছে। সেই তুলনায় টিভি চ্যানেলে নতুন নাটক প্রচারের সংখ্যা ছিল কম। বেশির ভাগ চ্যানেল ঈদ ও উৎসব ছাড়া তেমন নাটক প্রচার করেনি।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড