ভোট দিলেন চিত্রনায়ক ফেরদৌস
০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৩৮ এএম | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪, ১১:৪৪ এএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোট দেওয়ার উদ্দেশে সকাল সাড়ে ৭টায় সিটি কলেজ কেন্দ্রে হাজির হন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এই কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল আটটায় ভোট দেন প্রধানমন্ত্রী। পরে ফেরদৌস তার ভোট প্রয়োগ করেন ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের টিকিটে নৌকা প্রতীকে নির্বাচন করছেন ঢাকা-১০ (ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান) থেকে। তবে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ভোটার তিনি। এলাকাটি ঢাকা ১৭ আসনের অন্তর্ভুক্ত। এ কারণেই নিজের ভোটটিই নিজের জন্য দেওয়া হলো না তার।
ভোট দেওয়া শেষে কেন্দ্রে থাকা অন্যান্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফেরদৌস। তিনি সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। ফেরদৌস বলেন, “নৌকার বিজয় সুনিশ্চিত। অসাধারণ সকাল। আমি অভিভূত কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন আমাকে ভোট দিতে। প্রথম ভোটটি তিনি দিয়ে দোয়া করে দিয়েছেন। সঙ্গে এসেছিলেন তার কন্যা পুতুল। তারা দুজনেই আমাকে ভোট দিয়েছেন।”
নৌকার এই প্রার্থী বলেন, “আমি কথা দিয়েছিলাম ঢাকা-১০ কে বানাব ১০-এ-১০। ১০-এ দুই তো পেয়েই গেলাম। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অপেক্ষায় আছে ভোট দেওয়ার জন্য। সকালে ভোটার কম, দুপুর পর্যন্ত ভালো কিছু চিত্র দেখতে পাব। আমি আশাবাদী, নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে।”
নিজের ভোট নিজেকে না দিতে পারার বিষয়ে ঢাকা ১০ আসনের এই প্রার্থী আরও বলেন, “প্রার্থী হয়ে দারুণ লাগছে, প্রধানমন্ত্রী আমাকে প্রথম ভোটটি দিয়েছেন। এটা আমার জন্য বড় ব্যাপার। এবার আমার ভোট প্রদান করতে পেরে ভালো লাগছে। নিজের জন্য দিতে পারলে আরও ভালো লাগতো। নৌকার জন্য দিয়েছি এটাই ভালো লাগা। যেখান থেকেই ভোট দেই নৌকা আমাদের। সব মিলিয়ে বেশ ভালো অভিজ্ঞতা।”
উল্লেখ্য, নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফলে আজ (৭ জানুয়ারি) ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় আট লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। এই ছাড়া ভোটের মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে সশস্ত্র বাহিনী।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলসের দাবানলে হলিউড তারকার মৃত্যু
কুবিতে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি শেষে পুলিশে দিল শিক্ষার্থীরা
সাতক্ষীরা সীমান্তে চাষে বাধা দিয়েছে বিএসএফ
"তালেবান নারীদের মানুষ মনে করে না" : মালালা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
মোবাইল ইন্টারনেটে সুখবর ‘শর্ত শিথিল’, থাকছে ১ ঘণ্টার প্যাকেজও
গভীর রাতে গরিব অসহায় শীতার্ত মাঝে ইউএনও'র কম্বল বিতরন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা