কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে ঢাকাই সিনেমা 'প্রিয় মালতি'
০৫ নভেম্বর ২০২৪, ০২:১৬ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ০২:১৬ পিএম
মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বহু বছরের পুরনো ঐতিহ্য কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। চলতি মাসের ১৩-২২ নভেম্বর ৯ দিন ব্যাপি এই মেগা উৎসবটি ৪৫ তম আসর অনুষ্ঠিত হবে মিশরের কায়রো শহরের কায়রো অপেরা হাউজে। যেখানে অংশ নেবেন বিশ্বব্যাপী নন্দিত নির্মাতা, প্রযোজক এবং কলাকুশলীরা। দারুণ ব্যাপার হলো এমন একটি মেগা উৎসবে এবার বাংলাদেশী সিনেমা 'প্রিয় মালতি' মূল্যায়িত হতে যাচ্ছে।
সম্প্রতি ঐতিহ্যবাহী এই উৎসবের বৈশ্বিক চলচ্চিত্র বিভাগে আনুষ্ঠানুকভাবে চূড়ান্ত হয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত ঢাকাই সিনেমা 'প্রিয় মালতী'। সিনেমাটির ইংরেজি নাম দেওয়া হয়েছে 'হুইসপারস অফ এ থ্রাস্টি রিভার'। এ প্রসঙ্গে গতকাল ৪ঠা নভেম্বর, বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ।
সিনেমাটির প্রধান চরিত্রে (মালতি) অভিনয় করেছেন ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিনেমার গল্পগাথা এবং নির্মান করেছেন শঙ্খ দাসগুপ্ত এবং চিত্রনাট্য দ্বৈতভাবে করেছেন শঙ্খ দাসগুপ্ত ও আবু সাইদ রানা।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়া প্রসঙ্গে নির্মাতা শঙ্খ দাশগুপ্ত সাংবাদিকদের বলেন, 'আফ্রিকার সবচেয়ে বড় উৎসবে সিনেমাটি যাওয়া একটা বড় ব্যাপার। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে সিনেমাটির কাজ শুরু করেছিলাম। সিনেমাটি এখন দর্শকদের সামনে আনতে পারছি জন্য ভালো লাগছে। আমি বিশ্বাস করি আর্ট রাজনীতির বাইরে নয়। যাপিত জীবনের গল্প আছে সিনেমায়, তাই দর্শকরা সহজেই কানেক্ট করতে পারবেন।'
এছাড়াও গতকাল রাতে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লিখেছেন,'আমার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রিয় মালতী সম্মানজনক কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ বিশ্ব প্রিমিয়ারের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে, যা এই নভেম্বরের মাঝামাঝি সময়ে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হবে।
এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। পুরো টিমের জন্যও এটি অনেক গর্বের সংবাদ। আমরা কখনও ভাবিনি যে বাংলাদেশের উপর ভিত্তি করে তৈরি গল্প প্রিয়মালতী আন্তর্জাতিক মঞ্চেও এতটা প্রাসঙ্গিক হবে। এটি আমাদের টীম এর জন্য একটি বিশাল সাফল্য।'
এ বিষয়ে মেহজাবীন আরও বলেন,'বিশ্ব প্রিমিয়ারের পর, আমরা যত দ্রুত সম্ভব বাংলাদেশের দর্শকদের জন্যও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। যেমন আপনারা সবসময় আমার পাশে ছিলেন আমার প্রতিটি কাজে, প্রিয়মালতী মুক্তির সময়ও আপনাদের সবাইকে পাশে চাইবো।'
জানা যায় সিনেমাটিতে মেহজাবীন ছাড়াও অনান্য চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে। নতুন এই সিনেমাটি দ্বৈতভাবে প্রযোজনা করেছেন ফ্রেম পার সেকেন্ড ও চরকি।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত
আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ংকর পরিকল্পনা করছে: যুক্তরাষ্ট্র জাগপা