ঈদে কণার দুই সিনেমা ও তিন আধুনিক গান
ঈদে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণা’র পাঁচটি গান প্রকাশ হতে যাচ্ছে। কণা জানান, ঈদে ‘জি¦ন’ ও ‘পাপ’ সিনেমার দু’টি গান প্রকাশিত হবে। দু’টি গানই লিখেছেন আব্দুল আজিজ, সুর করেছেন ঈমন সাহা। এছাড়াও তিনটি ভিন্ন ইউটিউব চ্যানেলে তিনটি আধুনিক গানও প্রকাশিত হবে। জামাল হোসেনের কথায়, পুণমের সুর-সঙ্গীতে পুণমের সঙ্গে একটি দ্বৈত গান। সোমেশ^র অলির কথায়, আকাশ মাহমুদের সুরে তৌফিকের...