প্রেম অপরাধে কারাগারে ইয়াশ,পাগলা গারদে নিহা!
প্রেম জীবনের দারুণ এক অনুভূতি। আর তা যদি হয় কলেজ জীবনের তবে সেই প্রেমের তীব্রতা থাকে অনেক। সেই প্রেম মানেনা কোন বাঁধা। কলেজ জীবনের প্রেম পৃথিবীর সব ধরনের বাধা টপকানোর ক্ষমতা রাখে। তেমনই এক দুর্বার প্রেমের গল্প নিয়ে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘অবুঝ প্রেম’।
সিএমভির প্রযোজনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ্ আনান। আর তাতে প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন...