ডেটিং অ্যাপে ভালোবাসার মানুষ খুঁজছেন শ্যারন স্টোন
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৮ এএম | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৮ এএম
আশির দশকে যৌন হয়রানির শিকার হয়েছিলেন হলিউড অভিনেত্রী শ্যারন স্টোন। গত বছর বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলে আলোচনায় আসেন এই অভিনেত্রী। নতুন বছরটা ভালোবাসার হাত ধরে হাঁটতে চান তিনি। শুরু থেকেই বিষয়টিতে মনোযোগ দিয়েছেন। তাই প্রেমিক খুঁজতে ৬৫ বছর বয়সি শ্যারন নিচ্ছেন ডেটিং অ্যাপের সহায়তা। টাইমস অব লন্ডনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।
শ্যারন বলেন, ‘আমি শুধু টিন্ডারে গিয়ে সম্পর্ক খুঁজতে বা কাউকে দেখতে চাইনি। তোমরা কি বুঝতে পারছ যা আমি বোঝাতে চাচ্ছি? এটি খুব সহজ কাউকে পছন্দ করা।’ অভিনেত্রী জানান, তিনি অনলাইন ডেটিংয়ে কিছুটা সাফল্য পেয়েছেন এবং কোভিড-১৯ মহামারি চলাকালীন দুজন পুরুষের সঙ্গে কথাও বলছিলেন। যদিও তাদের সঙ্গে কখনো ব্যক্তিগতভাবে দেখা করেননি স্টোন।
তিনি বলেন, ‘আমি প্রায় একজন থেরাপিস্টের মতো ছিলাম। তাদের একজনের স্ত্রী বিবাহবিচ্ছেদ চাইছিল এবং তার দুটি ছোট বাচ্চাও রয়েছে। তিনি সেই প্রক্রিয়ায় খুব সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে সেই সময়টায় সাহায্য করেছি। অন্য একজনের বিচ্ছেদ হয়েছিল তার প্রেমিকার সঙ্গে। তারা একে অন্যকে ভালোবাসত কিন্তু মেয়েটি গর্ভবতী এবং বিয়ে করার পরিবর্তে নিজের গর্ভপাত করায়। ছেলেটি এখনও তাকে খুব ভালোবাসে। আমি তাকে এই বিষন্নতা থেকে দূরে থাকতে সহায়তা করেছি। এটি আমাদের উভয়ের জন্য সত্যিই ভালো ছিল। আমি এটি কীভাবে ব্যাখ্যা করব জানি না।’
তবে অন্যজন ছিলেন মাদকাসক্ত। এমনটা উল্লেখ করে শ্যারন বলেন, ‘একজন হেরোইন আসক্ত ব্যক্তির সঙ্গেও আমার কথা হয়েছে ডেটিং অ্যাপে। তিনি আমাকে ছবিও পাঠিয়েছেন। দেখে মনে হয়েছে নিজের শরীরে প্রায় ২০ হাজার ইনজেকশন নিয়েছেন তিনি।’
উল্লেখ্য, ‘ক্যাসিনো’ এবং ‘বেসিক ইনস্টিংক্ট’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য রীতিমতো বিখ্যাত হয়ে যান শ্যারন স্টোন। ৯০-এর দশকের আইকন ছিলেন এই লাস্যময়ী অভিনেত্রী। ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের জন্য একটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও একটি এমি পুরস্কার অর্জন করেন। ২০০৫ সালে ফ্রান্স সরকার তাকে অদ্রে দে আর্ত এ দে লেত্রে উপাধিতে ভূষিত করে। ২০০৪ সালে স্বামী রন ব্রনস্টেইনের সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়ের সম্পর্কে জড়াননি শ্যারন স্টোন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ