নতুন প্রযোজকের মামলায় জয়ী মার্টিন স্করসেজি
৩০ মার্চ ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ৩০ মার্চ ২০২৪, ১২:০৬ এএম
স্করসেজিকে নিয়ে উঠেছিল বিতর্ক। চিত্রনাট্যকার সিমোন আফরাম তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেছিলেন। অভিযোগ ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সিনেমা নির্মাণের জন্য ৫ লাখ ডলার নিয়েছিলেন মার্টিন। কিন্তু সে সিনেমা কখনো হয়নি। এর বিপরীতেই সিমোন একটি মামলা করেন এবং সে মামলায় বিবাদটি মিটিয়ে নিয়েছেন। সিমোন আফরামের অভিযোগ অনুসারে, তিনি ও এডওয়ার্ড কাহল মিলে ২০২২ সালের জানুয়ারিতে মার্টিন স্করসেজির সঙ্গে একটি সিনেমা নিয়ে কথা বলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে নিমির্তব্য এ সিনেমার নামকরণ হয়েছিল ‘অপারেশন ফর্টিটিউড’। মূলত স্করসেজির সুনামকে কাজে লাগিয়ে সিনেমাটিকে তুলে ধরতে চেয়েছিলেন প্রযোজকদ্বয়। মার্টিন রাজিও হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কাজটি করেননি। আফরাম অভিযোগ করে বলেছিলেন, ‘দিনের পর দিন স্করসেজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে বলা হয়েছে তিনি মিটিংয়ে কিংবা অন্য কোনও কাজে ব্যস্ত আছেন।’ এর পরই তিনি মামলা করেন। মামলার শুনানিতে স্করসেজির অ্যাটর্নি বলেন, ‘আফরাম সিনেমা জগতে নতুন। তিনি সিনেমা নির্মাণের জটিলতা ও দীর্ঘসূত্রতা সম্পর্কে জানেন না। আফরামের দুটো চিত্রনাট্য আছে, যা এখনো কোনও প্রযোজক গ্রহণ করেননি।’ এমন অবস্থায় মূলত আফরাম চেষ্টা করেছিলেন যেকোনো প্রকারে স্করসেজিকে রাজি করিয়ে তার নাম ব্যবহার করে সিনেমাটির জন্য বিনিয়োগকারী পাবেন। কিন্তু সে রকম হয়নি। স্করসেজির আইনজীবী আরও বলেন, ‘এ সময়ের মধ্যে স্করসেজি দুয়েকজন পরিচালকের খোঁজও করেছেন, যারা সিনেমাটি পরিচালনায় আগ্রহী হতে পারেন।’ এ মামলায় স্করসেজির আইনজীবী আরও জানান, মূলত আফরাম তার সিনেমার জন্য যা যা করণীয় তা করেননি। স্করসেজি একজন গুণী ও ব্যস্ত নির্মাতা। তা সত্ত্বেও তিনি সিনেমাটি নির্মাণে সাহায্য করার চেষ্টা করেছেন। কিন্তু সময়ের বিষয়টি তারা বুঝতে পারেনি। ‘দি আইরিশম্যান’ নির্মাণে খোদ স্করসেজির সময় লেগেছিল ১২ বছর। ২০২৩ সালের মে মাসে করা মামলায় আফরাম অভিযোগ করেছিলেন, স্করসেজি তার কাছ থেকে ৫ লাখ ডলার নিয়েছিলেন, কিন্তু কোনও কাজ করেননি। তার জন্য নষ্ট হয়েছে ১৫ মাস। এ মামলার শুনানির পর আদালত বলছে অপারেশন ফর্টিটিউড নামের সিনেমাটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এখনো এ সিনেমার প্রাথমিক কাজই শুরু করেননি। তাদেরই পরিকল্পনা ত্রুটিযুক্ত। এসব বিবেচনায় অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন স্করসেজি।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়