জমকালো আয়োজনে যাত্রা শুরু হলো ক্লাইমেট থিয়েটার ‘অ্যাক্ট বাংলাদেশ’র
২৭ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম
দেশের ইতিহাসে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতামূলক থিয়েটার সংস্থা, অ্যাক্ট-বাংলাদেশ (ACT-Bangladesh Applied Climate Theatre-Bangladesh)।
২৬ জানুয়ারি রোববার ঢাকার উত্তরায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববদ্যালয় মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পারফরমিং আর্টসকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে অ্যাক্ট-বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশিষ্টজনেরা মতামত ব্যক্ত করেন।
মূলত ‘অ্যাক্ট-বাংলাদেশ’ হলো বাংলাদেশের প্রথম ক্লাইমেট কেন্দ্রিক থিয়েটার সংস্থা। যা একটি টেকসই আগামী নির্মাণ করার স্বপ্ন দেখে। বিশেষত এই সংস্থা ক্লাইমেট থিয়েটার, ক্লাইমেট ওয়ার্কসপ, ক্লাইমেট রিসার্চ, এবং ক্লাইমেট ও হেলথ নিয়ে কাজ করছে। জলবায়ুর ন্যায়বিচার এবং যথার্থতা নিশ্চিতকরণের ক্ষেত্রে ক্রমাগত সচেতনতা, কর্ম-পন্থা ও পলিসি নির্মাণের অন্যতম অনুঘটক হিসেবে কাজ করবে বলে 'অ্যাক্ট-বাংলাদেশ' সংস্থাটি প্রত্যাশা করে।
জমকালো এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ জাতিসংঘ সমিতির সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহে। এসময় তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জনসাধারণকে সচেতন করতে পারফরমিং আর্টসের গুরুত্ব তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জলবায়ু সচেতেনতা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। যেখানে অন্যতম আলোচক হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ল্যানক্যাশায়ার আর্টস নেটওয়ার্ক ফর ডেভেলপিং সাসটেইনেবিলিটির চেয়ার এবং কো-ফাউন্ডার এসথার ফেরি-কেনিংটন, যুক্তরাজ্যের এরগন থিয়েটার কোম্পানি কো-আর্টিস্টিক ডিরেক্টর রবিন লায়ন্স, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যলয়ের নাট্যকলা বিভাগীয় প্রধান ড. সাইদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক শাহমান মৈশান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের একপর্যায়ে ‘ড্রট ইন দ্য ফেইট অফ ফারমার’ নামক ক্লাইমেট থিয়েটারের নাটক পরিবেশিত হয়। নাটকটি রচনা করেছেন নজরুল সৈয়দ, নির্দেশনা দিয়েছেন আব্দুর রাজ্জাক, নৃত্য পরিচালনা করেছেন বন্ধন সাহা, পরিবেশনায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
মহতি এই উদ্যোগের বিষয়ে অ্যাক্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, “থিয়েটারের মধ্যে মানুষের আবেগকে জাগিয়ে তোলার, উপলব্ধিকে চ্যালেঞ্জ করার এবং কর্মকে অনুপ্রাণিত করার ক্ষমতা রয়েছে। অ্যাক্ট বাংলাদেশের মাধ্যমে, আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি যা শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাবগুলিকে দেখায় না বরং জনসাধারণকে একটি টেকসই আগামীর দিকে কল্পনা ও কাজ করার ক্ষমতাও দেয়।”
উল্লেখ্য, অ্যাক্ট বাংলাদেশের বৈশ্বিক গ্লোবাল ক্লাইমেট অ্যাকশনের অংশীদার যুক্তরাজ্যের ‘ল্যাঙ্কাশায়ার আর্টস নেটওয়ার্ক ফর ডেভেলপিং সাসটেইনেবিলিটি (ল্যান্ডস)’ এবং ‘এরগন থিয়েটার’, প্রাতিষ্ঠানিক অংশীদার ‘নাট্যকলা বিভাগ, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়’, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য সচেতনতা বিষয়ক অংশীদার ‘হেলথ সিকিউরিটি ফাউন্ডেশন, কারিগরি অংশীদার ‘বাইটকুইল’।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
এক্সিলেন্স বাংলাদেশের আয়োজনে ‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচোনা’
গোয়ালন্দে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত
বরিশালকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল খুলনা
ইবিতে দুই হাজার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ
সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় আহত সৌদি প্রবাসীর ১২ দিন পর মৃত্যু
হাতিয়ায় বন্দোবস্ত দেয়া ভূমি নিয়ে ষড়যন্ত্র, ভূমিহীনদের মানববন্ধন
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল
ঠাকুরগাঁওয়ে কাজ রেখে উধাও ঠিকাদার, ভোগান্তিতে পথচারী
আইসিসির বর্ষসেরা হয়ে ওমরজাইয়ের ইতিহাস
লাকসাম -মনোহরগঞ্জে পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার
হাসিনার রক্তাক্ত অধ্যায়ের পর আওয়ামী লীগের পুনরুত্থান কি সম্ভব?
পাকুন্দিয়ায় ব্যাবস্থাপত্র ছাড়াই চলছে অ্যান্টিবায়োটিক বিক্রি
চাটমোহরে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল আলিম আটক
ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করলে আস্থা বাড়বে: ইসি সানাউল্লাহ
আর্জেন্টিনার হোঁচট, ঘুরে দাঁড়াল ব্রাজিল
টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা
জীবন-জীবিকার তাগিদে জেলে পেশায় বরগুনার সংগ্রামী নারী মীম: দাবি পেশার স্বীকৃতি
৪৪তম বিসিএসে ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
আলোচনার মাধ্যমে ৭ কলেজ শিক্ষার্থীদের সমস্যার সমাধান হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে - আমান উল্লাহ আমান