জীবন-জীবিকার তাগিদে জেলে পেশায় বরগুনার সংগ্রামী নারী মীম: দাবি পেশার স্বীকৃতি
২৭ জানুয়ারি ২০২৫, ০৩:৫৬ পিএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ০৩:৫৬ পিএম
বরগুনার আমতলী উপজেলার গুশিলাশাখালী ইউনিয়নের জেলেপল্লীর মীম আক্তার। বয়স ২৫। বাবা জলিল মোল্লাও ছিলেন জেলে। মীমের জন্মের ৩ মাসের মধ্যে বাবা জলিল মোল্লা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। বাবার মৃত্যুর পর মা নাজমা বেগম অন্যত্র বিয়ে করে সংসারী হন। তিন ভাই বোনের মধ্যে মীম মেঝ। বড় ভাই জাকির হোসেন সংসারের হাল ধরলেও তা বেশী দিন স্থায়ী হয়নি। বর্তমানে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে শয্যাশয়ী।
২০১৮ সালে মীমের বিয়ে হয় একই উপজেলার কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামের রুবেল হাওলাদারের সাথে। বিয়ের ১ বছরের মধ্যে জন্ম হয় মেয়ে ইয়ানুরের (৫)। সন্তান জন্মের ৩ মাসের মধ্যে স্বামী জাকির নিরুদ্দেশ হন। ৩মাস বয়সী সন্তান নিয়ে কিংকর্তব্যবিমূঢ় মীম। চেখের সামনে যেন শুধুই অন্ধকার। বাবার পেশা অনুসরন করে জীবন জীবিকার তাগিদে নেমে পরেন জেলে পেশায়। ধার দেনা করে ৫হাজার টাকায় ছোট্ট একটি নৌকা আর সামান্য জাল কিনে বিক্ষুব্ধ পায়রায় নোনা পানিতে মাছ ধরতে নামেন মীম। ঝঞ্জা বিক্ষুদ্ধ পায়রার বুকে নারী জেলে হয়ে টিকে থাকাই ছিল মীমের জীবনের জন্য বড় চ্যালেঞ্জ। বাঁচতে হলে লড়তে হবে এই প্রতিজ্ঞা নিয়ে মীম জেলে জীবন শুরু করেন। ৫টি বছর অতিক্রম করেছেন এই পেশায়। ঝড় বন্যা উপেক্ষা করে রাক্ষুসে পায়রায় মাছ ধরতে নেমে নৌকা ডুবির ঘটনাও ঘটেছে অনেকবার। তারপরও হাল ছাড়েননি মীম। পায়রায় পোয়া, পাঙ্গাস, তপসীসহ নানা প্রজাতির মাছ ধরেন। যখন নদীতে মাছ থাকে না তখন বালুর চরে চেউয়া মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। যখন নদীতে চেউয়া মাছও মিলে না তখন ৫ বছরের মেয়েকে নিয়ে উপোস কাটাতে হয় মীমের। মাছ ধরার সময় দিনের বেলায় মেয়ে তার সঙ্গী হয়। রাতের বেলা মেয়েকে ঘরে একা রেখে নদীতে যান মীম।
কথা হয় সংগ্রামী নারী জেলে মীম আক্তারের সাথে। তিনি জানান, ‘মোর জীবন বড়ই কষ্টের। দু মুঠো ভাতের আশায় ঝড় ঝঞ্ঝা, উত্তল ঢেউ উপেক্ষা করে নদীতে যাই মাছ ধরতে। মাছ না পাইলে মাইয়াডা লইয়া উপাস থাহি।’ চোখের পানি মুছতে মুছতে কথাগুলো বলছিলেন আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের জেলে পল্লীর একমাত্র নারী জেলে স্বামী পরিত্যাক্তা মীম আক্তার (২৫)। পেশায় জেলে হলেও এখনো পাননি জেলে কার্ড। তিনি স্বীকৃতি চান এই পেশার।
একই এলাকার অন্য জেলেরা জানান, মীম আক্তার আমতলী উপজেলার একমাত্র নারী জেলে হলেও এখনো জেলের তালিকায় তার কোন নাম নেই। তাই এই পেশায় তিনি সরকারী কোন সুযোগ সুবিধাও পান না। জেলে তালিকায় নাম লেখানোর জন্য মীম মেম্বার চেয়ারম্যান এবং মৎস্য অফিসে অনেকবার ধর্না দিয়েও জোটেনি জেলেকার্ড।
জেলে পল্লী সরেজমিনে ঘুরে দেখা দেখা গেছে, কিনারে বাঁধা ছোট নৌকা তাতে অল্প কিছু জাল, জাল ধরার ছোট ছোট কিছু লাঠি, জাল ভাসানোর শোলা ছোট্ট নৌকায় মেয়ে ইয়ানুরকে বসিয়ে গুন গুনিয়ে গান ধরে নৌকায় খোচা দিয়ে চলছেন মাঝ নদীতে জাল ফেলতে। মাছ ধরে তিনারে ফেরেন সন্ধ্যা নাগাদ। ছায়াহীন খোলা আকাশের নিচে প্রখর রোদ্র, ঝড়-বৃষ্টি সবকিছুই মীম ও ইয়ানুরের জীবনসঙ্গী।
গুলিশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম বলেন, মীম আক্তারের নাম জেলে তালিকায় উঠানোর জন্য সকল ধরনের সহযোগিতা করা হবে।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস বলেন, কি কারণে মীম আক্তারের নাম জেলে তালিকায় নেই বিষয়টি আমার জানা নেই। তবে আমরা খুব দ্রুত নতুন করে জেলে নিবন্ধনের কাজ শুরু করবো তখন মীমের বিষয়টি দেখা হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, মীম একজন নারী জেলে হয়েও কেন জেলে তালিকায় তার নাম নেই বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সে আবেদন করলে তার বিষয়টি গুরত্ব সহকারে বিবেচনা করা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
তৃতীয় দফায় বাড়ছে রিটার্ন জমার সময়
গণধিকৃত সংগঠনে পরিণত হয়েছে শিক্ষক সমিতি : ঢাবি সাদা দল
ধামরাইয়ে কালামপুর সাব-রেজিস্ট্রার অফিস দুদকের অভিযান, ব্যাপক দুর্নীতির অভিযোগ
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় তাওহীদুল ইসলাম ২য়
হাইকোর্টের আদেশ গাছ কাটতে লাগবে অনুমতি
আন্তর্জাতিক বাণিজ্যমেলা মেলায় পণ্য প্রদর্শনীতেই সন্তুষ্ট বৃহত্তর ব্যবসা প্রতিষ্ঠানগুলো
প্রমীলা ফুটবল টুর্নামেন্ট বন্ধের দাবীতে জানতার সাথে আয়োজক কমিটির মুখোমুখি সংঘর্ষ আহত ১০
ষড়যন্ত্রকারীরা এখনও ষড়যন্ত্রের বীজ রোপণ করছে- পরশুরামে রফিকুল আলম মজনু
নতুন ৫ দাবি যোগ করে ফের সাত কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম
হ্যাকিং অ্যাপসে প্রতারনা, সিলেটে এক নারীর ৭ লাখ টাকা রক্ষা করলো পুলিশ
সাত কলেজ নিয়ে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা
চকরিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন ও চাঁদাদাবীর অভিযোগ ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
টেকসই কৃষি নিয়ে ১০ হাজার চর কৃষকের পাশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ফ্রেন্ডশিপ
সংস্কারের নামে অহেতুক সময় বিলম্ব করা হলে সমাজে অস্থিরতা সৃষ্টি হতে পারে- প্রিন্স
জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কী হয়, তা আমরা ৫ আগস্ট দেখেছি: তারেক রহমান
বিটিএমএর নতুন পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ
ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকোর সব বকেয়া পরিশোধের সিদ্ধান্ত: শ্রম উপদেষ্টা
কাপ্তাই হ্রদের পানি দ্রুত কমানো হোক
সামাজিক অগ্রগতিতে জেন জি কতটা ভূমিকা পালন করবে?
মির্জাপুরে ছাগল কান্ডে কেটে ফেলা হয়েছে অর্ধশতাধিক কলাগাছ