বিকৃত তথ্যে ভরপুর ‘দ্য কেরালা স্টোরি’, বললেন দক্ষিণের পুরস্কারজয়ী পরিচালক
০৩ জুন ২০২৩, ০১:০৩ পিএম | আপডেট: ০৩ জুন ২০২৩, ০১:৪৫ পিএম
গত ৫ মে ভারতে মুক্তি পায় বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। তার পরেই গোটা ভারতজুড়ে সিনেমাটির কাহিনি নিয়ে বিতর্কের ঢেউ আছড়ে পড়ে। এখনও পর্যন্ত বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ এবং অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি, কমল হাসান-সহ আরও অনেকেই এই সিনেমার কাহিনি নিয়ে সরব হয়েছেন। সুদীপ্ত সেন পরিচালিত সিনেমাটি নিয়ে বিতর্ক এখনো অব্যাহত। এবার এই সিনেমা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন দক্ষিণের পুরস্কারজয়ী পরিচালক বীণা পাল।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বীণা পাল জানিয়েছেন, ‘‘দ্য কেরালা স্টোরি’ দেখে বিমর্ষ হয়ে পড়েছেন তিনি। ভুল তথ্যের ভিত্তিতে কীভাবে এই সিনেমা এতটা গুরুত্ব পাচ্ছে? কেউ এটা নিয়ে কথা না বললে কবেই ‘দ্য কেরালা স্টোরি’র স্বাভাবিক মৃত্যু হত। এখন মানুষ মনে করছেন তারা যা কিছু বানিয়ে ফেলতে পারেন।’
বীণার দাবি, ‘সিনেমাটির ট্রেলারও বদলাতে হত পরিচালককে। কারণ, ট্রেলারে যা বলা ছিল, সিনেমাতে তা দেখানো হয়নি। আর সেটা নিয়ে কেউ কথা বলছেন না। তথ্যবিকৃতি থাকলেও ‘দ্য কেরালা স্টোরি’ বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে, রোজই খবরের শিরোনামে থাকছে। এই সমস্ত কিছু ভালো সিনেমার ভাগ্যে মেলে না। ‘নিশ্চয়ই দেশের একাংশ এ ধরনের সিনেমা থেকেই রসদ নেন। মানুষের ইচ্ছার প্রতিফলন এই বিকৃত সিনেমা।”
এছাড়া সিনেমাটিতে তথ্য বিকৃত করা হয়েছে বলে উল্লেখ করে বীণা পাল বলেন, ‘এই সিনেমার কোনও শৈল্পিক মূল্য নেই। তাও এই সিনেমাটিকে অযথাই গুরুত্ব দেওয়া হচ্ছে।’ সেই সঙ্গে বীণা জানিয়েছেন, ‘তিনি গর্বিত যে কেরালার মানুষ এই সিনেমা প্রত্যাখান করেছে। মালায়লাম ভাষায় এই সিনেমা কেরালার কোনও প্রেক্ষাগৃহে চলেনি।’ তার দাবি, ‘‘২০১৮’ বলে একটি সিনেমা ঠিক এর উল্টো আখ্যান নিয়ে বানানো হয়েছিল। মানুষের মধ্যে সেটি জায়গা তৈরি করতে পেরেছিল।’
এদিকে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে অভিনেতা কমল হাসান বলেছিলেন, ‘‘কোনও ছবির নামের নীচে ‘সত্য ঘটনা’ লিখে দিলেই সেটাকে সত্যি বলে প্রতিষ্ঠা করা যায় না। আমি প্ররোচনামূলক সিনেমার বিরুদ্ধে। সেই ঘটনা আদতে ঘটে থাকলে তবেই তা সত্য। আর এখানে যা দেখানো হয়েছে, তা সত্য নয়।’’
তবে কিছুদিন আগেই ‘দ্য কেরালা স্টোরি’ পরিচালক সুদীপ্ত সেন দাবি করেছিলেন, ‘এই সিনেমার প্রতিটি ঘটনা সত্য। অনেক গবেষনার পরেই এই সিনেমা তৈরি করা হয়েছে।’ কিন্তু পরিচালকের দাবির পুরো উলটো পথে হেঁটেই মন্তব্য করলেন দক্ষিণের সিনেমা পরিচালক বীণা পাল। এবার বীণার বক্তব্য নিয়ে ফের নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাব ১৬৩টি, জমা ৩৮৬ কোটি
সবার ঐক্যমতে দ্রুতই হবে ডাকসু নির্বাচন : ঢাবি ভিসি
ডলার বেচাকেনায় ব্যবধান ১ টাকার বেশি নয়
আবুবকর সরকার সভাপতি তুহিন হোসেন সাধারণ সম্পাদক
পীর ইয়ামেনী মসজিদের ইমাম মাওলানা এমদাদুলের ইন্তেকাল
খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না
সংস্কার ও নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক না করে দ্রুত নির্বাচন দিন
পান্থকুঞ্জে গাছ রক্ষা আন্দোলনকারীদের প্রতিবাদ সমাবেশ
রেলপথে দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা
ডায়াবেটিস রোগীদের নিরাপদে রোজা রাখার উপায় জানালো এসিইডিবি
রাজনীতিতে অশুভ বিভাজনের পদধ্বনির আভাস পাওয়া যাচ্ছে
২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
দিন-দুপুরে ধানমন্ডির সীমান্ত স্কয়ারে স্বর্ণের দোকানে চুরি
হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন সোহেল তাজ
সংস্কার এবং নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করুন: মজিবুর রহমান মঞ্জু
নির্বাচন সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে
পাঠ্যবইয়ে হান্নান-সেজানের সাহসিকতার গল্প
সিলেট সীমান্তে ১ বছরে ৭ বাংলাদেশিকে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল হাফ ম্যারাথন