টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ম্যাঞ্চেস্টার ডার্বিতে কোহলি-আনুশকা!
০৭ জুন ২০২৩, ০২:২৭ পিএম | আপডেট: ০৭ জুন ২০২৩, ০৩:০৩ পিএম
কিছুক্ষণ পরেই ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর সেই ফাইনালে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। গত কয়েকদিন ধরেই সেই প্রস্তুতিতে ব্যস্ত টিম ইন্ডিয়া। তবে এরই মাঝে শনিবার (৩ জুন) এফএ কাপের ফাইনাল ম্যাচ দেখতে গিয়েছিলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। এদিন ম্যাচ শেষে বিরাট এবং অনুষ্কাকে বিশেষ জার্সি উপহার দেয় ম্যাঞ্চেস্টার সিটি।
এছাড়া ম্যাচ শেষে ম্যানসিটির পক্ষ থেকে একটি ভিডিও ছাড়া হয় সামজিক মাধ্যমে যেখানে বিরাট ও আনুশকা দুজনেই ফাইনাল দেখতে এসে তাদের অসাধারণ অনুভূতির কথা বলেন।
সেই ভিডিওতে বিরাট ম্যাঞ্চেস্টার ডার্বিকে তুলনা করেছেন ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে। তিনি বলেছেন, “আমি বিশ্বের অনেক স্টেডিয়ামে ক্রিকেট খেলেছি। এখানে প্রতিটা ম্যাচে যে উন্মাদনা থাকে, সেটা ক্রিকেটে শুধু ভাল ম্যাচগুলোতেই দেখা যায়। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পরিবেশ এ রকমই থাকে। হয়তো কোনও কোনও ক্ষেত্রে উন্মাদনা, চিৎকার এর থেকেও বেশি থাকে।”
ভারতের প্রাক্তন অধিনায়ক আরও বলেছেন, “এখানে প্রত্যেকটা ম্যাচে দর্শকদের মধ্যে যে উন্মাদনা থাকে এবং খেলাটার প্রতি যে আবেগ থাকে সেটা দেখার মতো। ম্যাঞ্চেস্টার সিটির সমর্থক তো বিশ্বের অন্যতম সেরা। আমার খেলা দেখে খুবই ভাল লেগেছে। আগে পেপের (গুয়ার্দিওলা) সঙ্গে কথা হয়েছিল। বুঝতে পেরেছিলাম ওঁর মানসিকতা। কী পরিকল্পনা নিয়ে ও এই ক্লাবে যোগ দিয়েছিল এবং এখন সেই ক্লাবের কী পরিস্থিতি, সে সব নিয়েই কথা হয়েছে।”
আনুশকা জানিয়েছেন, এর আগে একটি ফুটবল ম্যাচেই হাজির হয়েছিলেন তিনি। তা-ও যে সে ম্যাচ নয়, একেবারে এল ক্লাসিকো, অর্থাৎ বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ। স্পেনের মাঠে বসে খেলা দেখেছেন তিনি। আনুশকা বলেন, “প্রথম বার স্টেডিয়ামে বসে ম্যান সিটির খেলা দেখলাম। আগে এল ক্লাসিকো দেখেছি। তবে এ রকম ম্যাচ মাঠে বসে দেখার মজাই আলাদা।”
এদিন এফএ কাপের ফাইনালে বিরুষ্কার পাশাপাশি ওয়েম্বলি স্টেডিয়ামে দেখা গিয়েছে ভারতীয় তারকা ওপেনার শুভমন গিলকে। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য তিনিও ইংল্যান্ডেই রয়েছেন তাই এফএ কাপের ফাইনাল দেখার সুযোগ হাতছাড়া করলেন না। এছাড়া ভারতের বিস্ফোরক ব্যাটার সূর্যকুমার যাদবও এফএ কাপের ফাইনাল ম্যাচ দেখতে ওয়েম্বলি স্টেডিয়ামে পৌঁছেছিলেন। তার স্ত্রী দেবিশা শেট্টিও সঙ্গে ছিলেন। সূর্যকুমার যাদব একজন বড় ফুটবল ভক্ত এবং যখনই তিনি সুযোগ পান ম্যাচ দেখতে স্টেডিয়ামে পৌঁছে যান।
তবে ওয়েম্বলির ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির পক্ষ থেকে কোহলি এবং আনুশকাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে সূত্রের খবর। পাশাপাশি একটি কিট প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকেও তাদের ডাকা হয়েছিল বলে জানা গিয়েছে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে