জনপ্রিয়তাকে ভয় পেয়েই বারবার প্রার্থিতা বাতিল, অভিযোগ হিরো আলমের
১৮ জুন ২০২৩, ০৮:২৯ পিএম | আপডেট: ১৯ জুন ২০২৩, ১২:০১ এএম
আসন্ন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সোশ্যাল মিডিয়ায় আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (১৮ জুন) সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর একপর্যায়ে হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়। ভোটার জটিলতায় তার মনোনয়ন বাতিল হয়েছে বলে জানা গেছে।
এদিকে মনোনয়ন বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, ‘নির্বাচন কমিশনার বলেন আর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারাই আছে, তারা আমাকে দেখে ভয় পায় কিনা জানি না। তারপরেও প্রার্থীতা ফিরে পাই। কিন্তু ফিরে পেলে কি করব, জয়ী হলেও ছিনিয়ে নেয়া হয়।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন থেকে আমাকে ফোন দেয়া হয় তারা নাকি আমার ভোটার খুঁজে পায় না। তখন আমি তাদের নিজেই সহযোগিতা করি। আমরা একমাস ধরে ৩ হাজার ৩০০ ভোটারের নাম সংগ্রহ করেছি। অথচ তারা পেল না। আমার ভোটারদের তারা ভালো করে খোঁজেনি।’
আপনার ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে কি না; এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘গুলশান, নিকেতন ও বনানি এলাকার ভোটারের কাছে যায়নি। কমিশন বস্তি এলাকায় গেছে। বস্তি এলাকার মানুষ পুলিশ দেখলে এমনিতেই ভয় পায়। কমিশন কড়াইল বস্তি এলাকায় গেছে। সিভিল ড্রেসে যেতে পারতো অথচ পুলিশ নিয়ে গেছে।’
প্রার্থীতা ফিরে পেতে আদালতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভোটের লড়াই থাকে। এর আগেও আমি হাইকোর্টে গিয়ে প্রার্থিতা নিয়ে এসেছি। এরপরে ভোটও করছি। ভোটে পাশও কিন্তু ফলাফল হয়। এরপরও যদি আমি চেষ্টা করে প্রার্থিতা নিয়ে আসি, ভোটের ফলাফল জিরো পাবো কিনা তাও জানি না।’
তার জনপ্রিয়তাকে ভয় পায় দাবি করে হিরো আলম বলেন, ‘জনপ্রিয়তাকে ভয় যদি নাহি পাবে তাহলে বার বার আমার প্রার্থিতা বাতিল কেন করা হয়। বারবার কেন আমাকে হ্যারেজমেন্ট করা হইলো। ভোটে পাশ করলেও কেন আমাকে ক্ষমতায় বসানো হয় না। প্রতিবার আমার প্রার্থিতা বাতিল করছে।’
তিনি আরও বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোর্টে গেলে আমার প্রার্থিতা ফিরে পাবো। কারণ সব প্রমাণ আমার কাছে আছে। তবে আমি অবশ্যই আদালতে যাবো প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য।’
এর আগে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন হিরো আলম। সে বারও তার মনোনয়ন বাতিল হয়েছিল। পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন হিরো আলম। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বগুড়ার দুটি আসনের ( বগুড়া-৪ ও সদর) উপনির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হন ফেসবুক ও ইউটিউবে কনটেন্ট বানিয়ে রাতারাতি ভাইরাল হওয়া এই স্বঘোষিত হিরো। এবারও তার প্রার্থিতা বাতিল হয়ে যান।
হার না মানা হিরো আলম এবারও উচ্চ আদালতে আপিল করে তার প্রার্থিতা ফিরে পান। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের আগে আরও একবার বাতিল করা হলো হিরো আলমের প্রার্থিতা। এবারও তিনি আদালতের দারস্থ হন কি না, সেটাই দেখার অপেক্ষা।
উল্লেখ্য, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনে ভোটগ্রহণ হবে ১৭ জুলাই। ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই ১৮ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। হিরো আলমের দাবি, এই আসনে সুষ্ঠু নির্বাচন হলে তিনিই জিতবেন। তার আগে তাকে প্রার্থিতা ফিরে পাওয়ার যুদ্ধে জিততে হবে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন
ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫
গুম হন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসান
বিদেশি ভুল তথ্য ঠেকানোর মার্কিন সংস্থার কার্যক্রম বন্ধ
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা
গাজায় বড়দিনে শান্তির জন্য প্রার্থনা, নিহতের সংখ্যা ছাড়লো ৪৫ হাজার
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর