সোলস-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে গান প্রকাশ ও বিদেশ ট্যুর
০৩ জুলাই ২০২৩, ০৮:৩৮ পিএম | আপডেট: ০৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
দেশের প্রাচীনতম ও শ্রোতাপ্রিয় ব্যান্ডদল ‘সোলস’-এর ৫০ বছর পূর্তি হয়েছে। ৫০ বছর পূর্তি উপলক্ষে দলটি বছরব্যাপী ৫০টি গান প্রকাশ করবে বলে আগেই ঘোষণা দিয়েছিল। এর অংশ হিসেবে প্রকাশ করেছে সিলেটি আঞ্চলিক ভাষার বিশেষ গান ‘কিতা বাইসাব বালানি’। গানটি নতুন করে সঙ্গীতায়োজন করে প্রকাশ করা হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন দলের প্রধান ভোকাল পার্থ বড়–য়া। তার সাথে কোরাস অংশে কণ্ঠ দিয়েছেন দলের সকল সদস্য এবং সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ। পুরো গানটির ভিডিও হয়েছে সোলস-এর স্টুডিওতে। পার্থ বড়–য়া বলেন, কয়েকদিন আগে আমরা ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্যান্ডের লগো উন্মোচন করেছিলাম। তখনই জানিয়েছিলাম, ৫০টি গান উপহারসহ বেশ কিছু আয়োজনের কথা। তারই যাত্রা শুরু হয়েছে সিলেটি ভাষার এই গানটির মাধ্যমে। এভাবে ধারাবাহিকভাবে সোলস-এর পেজে গান প্রকাশ করতে থাকবো। সেখানে যেমন থাকবে মৌলিক গান, তেমনি লোকপ্রিয় গান। ‘কিতা খবর বালানি’ গানটি নিয়ে ব্যান্ডটির অন্যতম সদস্য মীর মাসুম জানান, এই গানটির খোঁজ পাই লন্ডন প্রবাসী সুমন শরীফের কাছ থেকে। গানটি আমাদের খুবই মনে ধরে। প্র্যাকটিস আর ক¤েপাজিশন নিয়ে ভাবতে থাকি। তবে এর আসল গীতিকার, সুরকার ও শিল্পীর খোঁজ পাচ্ছিলাম না। কেউ গানটির সঠিক তথ্য দিতে পারছিল না। এরপর বাধ্য হয়ে আমরা জাতীয় কপিরাইট অফিস থেকে অনুমতি নিয়েছি। জানিয়েছি, গানটির সঠিক গীতিকারকে পেলে তাকে আমরা যথাযোগ্য সম্মান ও সম্মানী দিতে প্রস্তুত। এভাবেই গানটি আমরা ব্যান্ডের পেজে প্রকাশ করি গত ২৮ জুন মধ্যরাতে। গানটি প্রকাশের পর আমরা এর ¯্রষ্টার খোঁজ পাই। সিলেটের বিয়ানিবাজারের বাউল সাধক মরহুম ওয়াহিদুর রহমান খান এই গানটি লিখেছেন ও গেয়েছেন কয়েক দশক আগে। বিষয়টি সোলসকে নিশ্চিত করেছেন ওয়াহিদুর রহমান খানের যুক্তরাষ্ট্র প্রবাসী সন্তান। ব্যান্ডের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রথম গান কেন সিলেটি ভাষায় করা হয়েছে? এমন প্রশ্নের জবাবে দলের আরেক অন্যতম সদস্য নাসিম আলী খান বলেন, আমাদের জন্ম চট্টগ্রামে। চট্টগ্রাম আমাদের হৃদয়ে। তবে ব্যান্ডটি এখন আর চট্টগ্রামে আটকে নেই, গোটা দেশ পেরিয়ে সোলস এখন বৈশ্বিক একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। ব্যান্ডটির ভক্ত-শ্রোতা সারাবিশ্বেই ছড়িয়ে আছে। তবে ৫০ গানের প্রজেক্ট সিলেট থেকে শুরুর কারণ হচ্ছে, আমাদের লন্ডন সফর। ৫০ বছরের উৎসব পালন উপলক্ষে আমরা বিদেশে প্রথম কনসার্ট করছি লন্ডন থেকে। সে জন্যই সিলেট অঞ্চলের গান দিয়ে শুরু করেছি। আশা করছি, গানটি আমদের লন্ডন সফরের অন্যতম চমক হয়ে থাকবে। পার্থ বড়–য়া জানান, সোলস সদস্যরা লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন ৪ জুলাই। এরপর ৯ জুলাই মাইল এন্ড স্টেডিয়ামে এবং ১০ জুলাই বার্মিংহামে দুটি কনসার্ট করবে। ১২ জুলাই সোলস দেশে ফিরবে। এরপর নতুন গান প্রকাশ ও নতুন দেশ ভ্রমণের কর্মসূচি চূড়ান্ত করা হবে। পার্থ বড়–য়া বলেন, ‘কিতা বাইসাব বালানি’ গানটি শ্রোতাদের ক্ষমা-সুন্দর দৃষ্টিতে শোনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা দলের কেউই সিলেটের নই। আমাদের প্রধান ভাষা চাটগাঁইয়া। এবারই প্রথম সিলেটি ভাষায় গাইলাম। বেশ বেগ পেতে হয়েছে। এরপরেও সঠিক উচ্চারণে হয় তো আমরা পুরোটা গাইতে পারিনি। এজন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে উৎসাহ পেলে সামনে আরও ভালো গাইতে পারবো। উল্লেখ্য, সোলস-এর পথচলা ১৯৭৩ সালে চট্টগ্রাম থেকে। ১৯৭২ সালে সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। ধারাবাহিকভাবে সোলস-এ যোগ দেন নকীব খান, পিলু খান, তপন চৌধুরী, নাসিম আলী খান, আইয়ুব বাচ্চু, রনি বড়–য়া, নেওয়াজ, পার্থ বড়–য়াসহ অনেকে। এরমধ্যে নাসিম আলী খান ও পার্থ বড়–য়া এখনও ‘সোলস’-এ রয়ে গেছেন। সঙ্গে আছেন আহসানুর রহমান আশিক (ড্রামস), মীর শাহরিয়ার মাসুম (কীবোর্ড) ও মারুফ হাসান রিয়েল (বেজ গিটার)। ১৯৮২ সালে প্রকাশিত হয় সোলসের প্রথম অ্যালবাম ‘সুপার সোলস’। এটি ছিল দেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় অ্যালবাম।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস