যখন নামাজ আদায় করব তখন আমার সঙ্গে খারাপ কিছু হতেই পারে না-এ আর রহমান
২৮ জুলাই ২০২৩, ০৮:৫৫ পিএম | আপডেট: ২৯ জুলাই ২০২৩, ১২:০১ এএম
ইসলাম শান্তির ধর্ম। ইসলামের সুশীতল ছায়াতলে বহু মানুষ প্রতিনিয়ত আশ্রয় নিচ্ছেন। উপমহাদেশের সুরসম্রাট ও সঙ্গীতজ্ঞ অস্কারজয়ী ভারতের এ আর রহমান ইসলামের সুশীতল ছায়াতলে বহু আগেই আশ্রয় নিয়েছেন। তিনি সনাতন হিন্দু ধর্ম পালন করতেন। ইসলামের ছায়াতলে এসে নিজের নাম নিজেই রাখেন ‘আল্লাহরাখখা রহমান’ সংক্ষেপে এ আর রহমান। এরপর পরই যেন সাফল্যের সিঁড়ি তিনি পেয়ে যান। নব্বইয়ের দশকের শুরুতে এ আর রহমান যখন নিজে এবং তার পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন, তখনই বলিউডে মুক্তি পায় সিনেমা ‘রোজা’। সেই সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। এ সিনেমায় তার অসাধারণ সুর ও সঙ্গীত তাকে রাতারাতি ভারতসহ পুরো বিশ্বে খ্যাতি এনে দেয়। তুমুল জনপ্রিয়তা পায় রোজার সব গান। টাইম ম্যাগাজিনের সর্বকালের ১০ সেরা সাউন্ডট্র্যাক-এ তালিকাভুক্ত হয় তার গান। অ্যালবামের তামিল এবং হিন্দি সংস্করণ ভারতে ৩ মিলিয়ন ইউনিট বিক্রি হয়। এরপর তাকে আর পিছু ফিরতে হয়নি। একের পর এক জাদুকরী সুর ও সঙ্গীত দিয়ে বিশ্বে নিজেকে নিয়ে যান এক অনন্য উচ্চতায়। তিনি যখন মুসলমান হন, তখন এ নিয়ে কথা উঠলে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইসলাম তাকে মানসিক শান্তি দেয়। শান্তি খুঁজে পাই। তিনি বলেছিলেন, কেউ আমাকে ইসলামের পথে আসার জন্য বলেনি। আমিই অনেক শান্তি পেতাম। মনের ভেতর বিশেষ অনুভূতি কাজ করত। ক্যারিয়ারের শুরুতে আমার যেসব জিঙ্গেল প্রত্যাখ্যান করা হয়েছিল, প্রার্থণার পর সেগুলো কবুল হয়ে যায়। তিনি বলেন, আধ্যাত্মিক গুরু এবং সুফি সাধকরা আমাকে, আমার মাকে যা শিখিয়েছেন সেটা অনন্য। আসলে প্রতিটা বিশ্বাসেই কিছু অনন্যতা রয়েছে। আমি যা বেছে নিয়েছি, তার প্রতি আমার আজীবন আস্থা থাকবে। তিনি বলেন, আমার সবসময় মনে হয়, আমি যখন নামাজ আদায় করব, তখন আমার সঙ্গে খারাপ কিছু হতেই পারে না। অন্য ধর্মের মানুষরাও তাই করে থাকেন। এটাই মানসিক শান্তি দেয়। আমার মনে হয়, এটা থাকাই সবচেয়ে বেশি দরকার। এ আর রহমান জানান, তার ইসলাম গ্রহণের পরপর মাসহ তার গোটা পরিবারই ইসলামে দীক্ষিত হয়েছে। তিনি বলেন, বিষয়টি পরিবারের কারও উপর জোর করে চাপিয়ে দেননি তিনি। ইসলামের মহিমায় আচ্ছন্ন হয়েই তারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, আপনি কিছুই চাপিয়ে দিতে পারেন না। আপনি আপনার সন্তানদের বলতে পারেন না ইতিহাস পড় না, কারণ এটা বোরিং। বলতে পারেন না অর্থনীতি বা বিজ্ঞান নিয়ে পড়। এটা তাদের ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভরশীল। উল্লেখ্য, এ আর রহমান ২০১৪ সালে ৪টি জাতীয় পুরস্কার, ১৫টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেন এআর রহমান। সে বছর ১৩৮টি নমিনেশনের মধ্যে ১১৭টিতেই পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি। এশিয়া মহাদেশের মধ্যে তিনিই প্রথম কোনো সঙ্গীত পরিচালক যিনি একই বছর দুটি অস্কার জিতেছিলেন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক