পরিবার এবং বন্ধুদের ভালবাসাই সেরা ওষুধ, সুস্থ হয়ে জানালেন ম্যাডোনা
০১ আগস্ট ২০২৩, ১০:১১ এএম | আপডেট: ০১ আগস্ট ২০২৩, ১০:১১ এএম
গত মাসে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বিখ্যাত সংগীতশিল্পী ম্যাডোনা। তিনি এতটাই অসুস্থ ছিলেন যে, তাকে বেশ কিছু সময় আইসিইউতেও ভর্তি রাখা হয়েছিল। এবার সুস্থ হয়ে অসুস্থ থাকাকালীন সার্বিক সহযোগিতার জন্য নিজের পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন এ তারকা। দীর্ঘ এক মাস অসুস্থতার সঙ্গে লড়াই করে যুক্তরাষ্ট্রের পপ তারকার উপলব্ধি হলো, নিজের পরিবার আর বন্ধুদের ভালোবাসাই হল সেরা ওষুধ।
জীবন নিয়ে এই উপলব্ধির কথা ম্যাডোনা লিখেছেন তার ইনস্টাগ্রামে। সেখানে ছয় সন্তানের মধ্যে দুই ছেলেমেয়ে রোকো রিচি এবং লর্ডেস লিওনের সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন।
ইনস্টাগ্রামে ম্যাডোনা লিখেছেন, ‘একজন মা সন্তানদের প্রয়োজনে পাশে থাকে, এটা চিরন্তন। কিন্তু সেই মা যখন অসুস্থ হয়ে পড়েন, সন্তানদের পাশে পান। আমার সন্তানরা আমার অসুস্থতার সময় কাছে ছিল।’ তিনি আরো লেখেন, ‘আমি তাদের মধ্যে আমার জন্য যে উৎকণ্ঠা দেখেছি, তা আগে কখনো দেখিনি। সত্যিই পরিবার এবং বন্ধুদের কাছ থেকে ভালবাসাই সেরা ওষুধ।’
এরআগে গত ২৬ জুন ম্যাডোনার অসুস্থতার খবর প্রকাশ করেন তার দীর্ঘদিনের ম্যানেজার গাই ওসেরি। ম্যাডোনা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার প্রতিও। অসুস্থ থাকার সময় পপ তারকা ম্যাইকেল জ্যাকসনের একটি ছবি ম্যাডোনাকে উপহার দিয়েছিলেন ওসেরি। জ্যাকসনের সেই ছবি হাতে নিজের ছবি পোস্ট করেছেন ম্যাডোনা। ম্যাডোনা লিখেছেন, ‘আমি বুঝতে পেরেছিলাম যে আমি কতটা ভাগ্যবান। এবং কতটা সৌভাগ্যবান হলে এমন মানুষকে পাশে পায়।’ সেরে ওঠার জন্য ঈশ্ববরকে ধন্যবাদ দিয়ে ম্যাডোনা লিখেছেন, ‘আমাকে আমার অবশিষ্ট কাজ শেষ করার জন্য ঈশ্বর সময় দিয়েছেন।’
গত ২৬ জুন গাই ওসেরি খবর দেন, দুদিন আগে বাড়িতে অচেতন হয়ে পড়েছিলেন ম্যাডোনা। পরে ইনজেকশন দিয়ে তার চেতনা ফেরানো হয়। অবস্থা বেগতিক হওয়ায় পপ তারকাকে নিউ ইয়র্ক সিটির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তখন ম্যাডোনাকে সরাসরি আইসিইউতে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকরা জানিয়ে দেন, মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণ হয়েছে তার শরীরে। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ২৯ জুন একটি অ্যাম্বুলেন্সে করে ম্যাডোনাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এরপর বাড়িতেই চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। কিন্তু বাড়ি ফেরার পর ম্যাডোনার বমির মাত্রা বাড়তে থাকে। ওই পরিস্থিতিতে ভাবা হয়েছিল ফের হাসপাতালে পাঠানো হবে শিল্পীকে। কিন্তু শেষমেশ সামলে ওঠায় বাড়িতে থেকেই ম্যাডোনা চিকিৎসা নেন তিনি।
উল্লেখ্য, কয়েক দশক ধরেই সেরা হিট গানের তালিকায় রয়েছে ম্যাডোনার বেশকিছু গান। এরমধ্যে রয়েছে ইনটু দ্য গ্রুভ (১৯৮৫), লাইক আ প্রেয়ার (১৯৮৯), ভোগ (১৯৯০) এবং হাং আপ (২০০৫)। তবে স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখে এসেছেন ম্যাডোনা।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
সন্তান প্রাপ্তবয়স্ক হলেই বিয়ে দিন
চট্টগ্রামের প্রবীণ আলেম আল্লামা জালাল উদ্দীনের ইন্তেকাল
খানবাহাদুর আহ্ছানউল্লা : শিক্ষায় তার অবদান
ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে?
ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
মহাবিশ্বের সুদূর পারে মিলল অতিকায় মহাসাগরের সন্ধান
না ফেরার দেশে সুজুকি কোম্পানির সাবেক চেয়ারম্যান ওসামু সুজুকি
প্রথম উভচর অ্যাসল্ট জাহাজ উদ্বোধন চীনে
মাত্র ২ ডলার টিপস দেয়ায় গর্ভবতী মহিলাকে ১৪ বার ছুরিকাঘাত
ইরাকে গণকবরে ১০০ কুর্দি নারী ও শিশুর লাশের সন্ধান
টুইটার থেকে এক্স, ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন যুগ
অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা
মরক্কোয় অভিবাসী নৌকাডুবিতে ৭০ জন নিখোঁজ
সানা বিমানবন্দরে ইসরাইলি হামলা অক্ষত আছেন ডব্লিউএইচও প্রধান
জাপানে বয়স্ক জনসংখ্যা ও প্রতিরক্ষা খাতে রেকর্ড বাজেট অনুমোদন
ট্রাম্পের অধীনে সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা
হুথি-ইসরাইল সংঘাত বৃদ্ধির নিন্দা জাতিসংঘ মহাসচিবের
দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও অভিশংসিত
সময় টিভির সাংবাদিকদের চাকরিচ্যুতি: ওই দিনের প্রকৃত ঘটনা তুলে ধরলেন হাসনাত
প্রশ্ন : কেউ ৫০০০ টাকায় একটি আবাদী জমি ভাড়া নিল। বছরে ৫০০ টাকা ভাড়া বাবদ কাটা হবে। তিন বছর পর ১৫০০ টাকা ভাড়া কেটে বাকি ৩৫০০ টাকা ফেরত দিল। এ নিয়ম বৈধ কিনা?