ঢাকায় আসছেন না চার্লি পুথ, কনসার্টের খবরটি ভুয়া
৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৬ এএম | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৬ এএম
হলিউডের জনপ্রিয় গায়ক চার্লি পুথ। আগামী ১০ ফেব্রুয়রি বাংলাদেশে কনসার্ট করবেন তিনি, এমন সংবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এরপরই চার্লি ভক্তদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। সিলভারলাইন ইভেন্টস নামে একটি প্রতিষ্ঠান তাকে বাংলাদেশে আনার বিষয়ে বার্তা দেয়। অনলাইনে বিক্রি হয় টিকিটও। কিন্তু মার্কিন এই গায়কের বাংলাদেশে আসার বিষয়ে কিছুই জানেন না তার ম্যানেজার ব্রেন্ট। আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন চার্লির বাংলাদেশের কনসার্টের খবরটি মিথ্যে।
সম্প্রতি স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ব্রেন্ট স্মিথ বলেন, ‘বাংলাদেশে ফেব্রুয়ারিতে চার্লির একটি কনসার্ট রয়েছে, এমন সংবাদ আমরা আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানতে পেরেছি। যা দেখে টিম চার্লির সবাই খুব অবাক। কারণ নতুন বছরে কনসার্টের শিডিউল আমরা ইতোমধ্যেই আমাদের অনলাইনে দিয়ে দিয়েছি। যেখান থাকে বিশ্বের যে কোনো দর্শক টিকিট কিনতে পারবে। সেই শিডিউলে বাংলাদেশের নাম নেই। তাই আমরা সবাইকে নিশ্চিত করতে চাই চার্লি বাংলাদেশে যাচ্ছে না।’
চার্লির ম্যানেজারের এমন সংবাদের পর সিলভারলাইন ইভেন্টসের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের নম্বর বন্ধ পাওয়া যায়। যদিও সিলভার নাইন প্রতিষ্ঠানটি নিয়ে অনেকের মনে প্রশ্ন ওঠে। সিলভার নাইনের ফেসবুক পেইজে ব্যবহৃত লোগো এবং প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ভুয়া বলেই জানা গেছে। প্রতিষ্ঠানটির পেইজ এর আগে একটি কলেজের নাম দিয়ে একাউন্ট খোলে। যদিও পরবর্তীতে তা পরিবর্তন করে সিলভারলাইন ইভেন্টস নামে পরিবর্তন করা হয়।
এর আগে, আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি) বসুন্ধরায় ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি চার্লি পুথের কনসার্ট হওয়ার ঘোষণা দেয় সিলভারলাইন নামে ভুয়া প্রতিষ্ঠানটি। এমনকি টিকিটের দাম শুনে অনেকেরই চোখ কপালে ওঠে। সর্বনিম্ন ২ হাজার টাকা টিকিটের দাম নির্ধারণ করা হয়। জানানো হয়েছিলো দেশীয় শিল্পীরাও এই কনসার্টে পারফর্ম করবেন
উল্লেখ্য, ২০১৫ সালে ‘সি ইউ এগেইন’ গানের মাধ্যমে বিশ্বব্যাপি পরিচিতি পান চার্লি পুথ। এতে তার সহশিল্পী ছিলেন মার্কিন র্যাপার উইজ খলিফা। মুক্তির পর বিলবোর্ড টপ চার্টে টানা ১২ সপ্তাহ শীর্ষস্থান ধরে রেখেছিল গানটি এবং গ্র্যামিতেও মনোনয়ন পেয়েছিল। পরের বছর ‘নাইন ট্রেক মাইন্ড’ প্রকাশের পর টপচার্ট বিলবোর্ডে জায়গা করে নেন এই তারকা শিল্পী।
সহশিল্পী সেলেনা গোমেজের সঙ্গে তার ‘উই ডোন্ট টক এনিমোর’ গানটি বিশ্বব্যাপী শ্রোতাপ্রিয় হয়। তার তুমুল জনপ্রিয়তা পাওয়া গানের মধ্যে উল্লেখযোগ্য ‘অ্যাটেনশন’, ‘ওয়ান কল অ্যাওয়ে’, ‘হাউ লং’ এবং ‘ডান ফর মি’। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘ওয়ান কল অ্যাওয়ে’ এবং ‘উই ডোন্ট টক অ্যানিমোর’ ছিল বিলবোর্ড হট ১০০ এর তালিকায় যথাক্রমে ১২ ও ৯ নম্বর স্থানে। এই দুটি গানও বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫