টিকটক থেকে সরিয়ে নেয়া হলো জনপ্রিয় শিল্পীদের গান
০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫২ এএম | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫২ এএম
টিকটক তাদের রেকর্ড লেবেল, ইউনিভার্সাল মিউজিক গ্রুপ (ইউএমজি) সহ টেলর সুইফট, দ্য উইকেন্ড এবং অলিভিয়া রদ্রিগো সহ তারকাদের গান ভিডিও থেকে সরিয়ে দিয়েছে। ফলে যে সমস্ত ভিডিওতে ইউএমজি মিউজিক আছে সেগুলিকে মিউট করা হবে এবং সেই ট্র্যাকগুলির সাথে নতুন ভিডিও তৈরি করা যাবে না৷ কারণ টিকটক এবং লেবেলের মধ্যে লাইসেন্সিং চুক্তির মেয়াদ বুধবার (৩১ জানুয়ারি) শেষ হয়ে গেছে এবং নতুন চুক্তিতে পৌঁছানো যায়নি।
ইউএমজি অভিযোগ এনেছে, শিল্পীদের পর্যাপ্ত পারিশ্রমিক না দিয়েই একটি সংগীতভিত্তিক ব্যবসা তৈরি করতে চায় টিকটক। পাল্টা অভিযোগে টিকটক বলছে, শিল্পী ও গীতিকারদের চেয়ে ইউনিভার্সাল মিউজিক গ্রুপ তাদের লোভ ও স্বার্থকে বড় করে দেখছে। এরপরেই শিল্পী ও গীতিকারদের পর্যাপ্ত পারিশ্রমিক না দেওয়ায় একটি খোলা চিঠিতে টিকটক থেকে গান প্রত্যাহারের কথা জানিয়েছে ইউনিভার্সাল মিউজিক গ্রুপ।
এছাড়া শিল্পীদের পারিশ্রমিক ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বেশ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারলে এই চুক্তি আর নবায়ন করা হবে না বলে রয়টার্সকে জানিয়েছেন ইউএমজির একজন মুখপাত্র।
'হোয়াই উই মাস্ট কল টাইম আউট অন টিকটক' শিরোনামের খোলা চিঠিতে বিশ্বের সবচেয়ে বড় সংগীত কোম্পানি ইউনিভার্সাল মিউজিক গ্রুপ (ইউএমজি) জানায়, টিকটক প্রভাব খাটিয়ে ও ক্ষমতা ব্যবহার করে তাদের একটি অন্যায্য চুক্তি সই করাতে চাচ্ছে। এই চুক্তির মূল্য আগের চুক্তির চেয়েও কম, বাজারমূল্যের তুলনায় কিছুই না, যা তাদের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে।
ইউএমজি অভিযোগ এনেছে, শিল্পীদের পর্যাপ্ত পারিশ্রমিক না দিয়েই একটি সংগীতভিত্তিক ব্যবসা তৈরি করতে চায় টিকটক। অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের তুলনায় শিল্পীদের নামমাত্র পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছে টিকটক। তারা আরও অভিযোগ এনেছে, কেবলমাত্র সাফল্য পেতে শুরু করেছেন এমন উঠতি শিল্পীদের গান বেছে বেছে বাদ দিচ্ছে টিকটক, কিন্তু ব্যবহারকারীদের ধরে রাখতে জনপ্রিয় শিল্পীদের গানগুলো রাখছে।
টিকটক বর্তমানে গান বানানো ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নানারকম পরীক্ষামূলক কাজ করছে। গত বছর স্পটিফাই ও অ্যাপল মিউজিকের প্রতিদ্বন্দ্বী হিসেবে 'টিকটক মিউজিক' চালু করা হয়। টিকটক মিউজিকে 'এআই সং' নামে একটি অপশন আছে, যেখানে ব্যবহারকারীরা মনের মতো ধারণা ও প্রম্পট ব্যবহার করে নিজেরাই গান বানাতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার এই অবাধ ব্যবহারের দিকে আঙুল তুলেছে ইউএমজি। তাদের ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গান বানানোর নতুন টুল তৈরির মাধ্যমে টিকটক শিল্পীদের কাজের পরিধি সীমিত করে দিচ্ছে।
এই খোলা চিঠির জবাবে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে টিকটক একটি বিবৃতি প্রকাশ করেছে। তারা বলছে, শিল্পী ও গীতিকারদের চেয়ে ইউনিভার্সাল মিউজিক গ্রুপ তাদের লোভ ও স্বার্থকে বড় করে দেখছে। ইউএমজির অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে টিকটক জানিয়েছে, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে শিল্পীরা বিনামূল্যে নিজেদের মেধা প্রচার ও সাফল্যের সুযোগ পেতো, যা থেকে সরে গিয়ে ইউএমজি শিল্পীদের বঞ্চিত করছে।
বিবৃতিতে আরও বলা হয়, 'অন্য সব লেবেল ও প্রকাশকদের সঙ্গে শিল্পীর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে চুক্তিতে পৌঁছেছে টিকটক। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে শিল্পী, গীতিকার ও ভক্তদের কথা ভাবছে না ইউনিভার্সাল, তারা কেবল নিজের স্বার্থ রক্ষার কথা ভাবছে।'
উল্লেখ্য, ডাচ-আমেরিকান মালিকানাধীন ইউনিভার্সাল মিউজিক গ্রুপ বর্তমানে সংগীত জগতের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর একটি। বীটলস, বব ডিল্যান, এলটন জন, ড্রেক, স্টিং, দ্য উইকেন্ড, কেন্ড্রিক লামার, এসজেএ, আরিয়ানা গ্র্যান্ডে, জাস্টিন বিবার, অ্যাডেল, ইউটু, কোল্ডপ্লে, পোস্ট ম্যালোনসহ অসংখ্য জনপ্রিয় শিল্পীদের গানের স্বত্বাধিকারী এই প্রতিষ্ঠান। এমনকি সম্প্রতি টিকটকে জনপ্রিয়তা পাওয়া সোফি এলি-বেক্সটরের গান 'মার্ডার অন দ্য ডান্সফ্লোর' এর স্বত্বাধিকারও ইউএমজির।
গত বছর ওয়ার্নার মিউজিক গ্রুপের সঙ্গে চুক্তি করেছে টিকটক। তাদের চুক্তি আছে সনি মিউজিকের সঙ্গেও। টিকটক একটি সামাজিক যোগাযোগমাধ্যম যেখানে ব্যবহারকারীরা স্বল্পদৈর্ঘ্য ভিডিও বানাতে পারেন, নানারকম সাউন্ড এফেক্ট ও লাইসেন্স করা গান জুড়ে দিতে পারেন ব্যাকগ্রাউন্ডে। চাইনিজ কোম্পানি বাইটড্যান্স এই যোগাযোগমাধ্যমের সত্ত্বাধিকারী। বর্তমানে এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৫০ কোটি।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
কুমিল্লায় ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
বন্ধুদের মিলনমেলায় আনন্দ উচ্ছ্বাসে মেতেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
কালীগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রশাসনের কম্বল বিতরণ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কোন সংস্কার কাজে আসবে না : বাম গণতান্ত্রিক জোট
সিংগাইরে "তারুণ্যের ভাবনা,আগামীর বাংলাদেশ"শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, ৯ লাখ টাকা জরিমানা
লস অ্যাঞ্জেলেসের মতো ‘পাপের নগরী’ ধ্বংসে যে সতর্কবার্তা রয়েছে ইসলামে
তরুণদের মাঝে সাড়া জাগিয়েছে এবারের বিপিএল
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা জোট গড়তে চায় পাকিস্তান
মির্জাপুরে ৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লিফলেট বিতরণ
সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে: আসিফ মাহমুদ
জাকারবার্গের ‘অনিচ্ছাকৃত’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলো মেটা ইন্ডিয়া
শেরপুরে ফুটপাত কাম ড্রেন, ইউনিক সোল্ডার ও সড়কবাতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মানববন্ধন থেকে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি খেলাফত আন্দোলনের
মাদারীপুরে আইনজীবীদের শীতকালীন ক্রিকেট খেলা
কমলনগরে হার্ভেস্টার মেশিনের ধাক্কায় শিশু নিহত
পদ ফিরে পেলেন মির্জাপুর উপজেলা কৃষক দল আহ্বায়ক জাহাঙ্গীর মৃধা
রেস্তোরাঁর নামেও এস আলম ঋণ নেয় ২৩৪ কোটি টাকা
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত