ইউরোভিশন জিতেছেন ‘নন-বাইনারি’ গায়ক নিমো
১৩ মে ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৩ মে ২০২৪, ১২:০৪ এএম
ইউরোপীয় সম্প্রচার ইউনিয়ন আয়োজিত ঐতিহ্যবাহী গানের প্রতিযোগিতা ইউরোভিশন জিতেছেন তৃতীয় লিঙ্গের (নন বাইনারি) সুইস শিল্পী নিমো মেটলার। মোট ২৫ দেশের প্রতিযোগীর মধ্যে ২৪ বছর বয়সী নিমো তার ‘দ্য কোড’ গানের জন্য জয়ী হয়েছেন। অপেরা এবং হিপ-হপ কম্পোজিশনের এই গানটি ৫৯১ পয়েন্ট অর্জন করে জুরিদের বিচারে এবারের শ্রেষ্ঠ সংগীত হিসেবে বিবেচিত হয়েছে।
ইউরোপীয় সম্প্রচার ইউনিয়ন দ্বারা আয়োজিত বার্ষিক গানের ইউরোভিশন প্রতিযোগিতাটি, ১৯৫৬ সালের ২৪ মে সুইজারল্যান্ডের লুগানোতে প্রথম অনুষ্ঠিত হয়েছিল। সুইডেনের মালমো অ্যারেনায় শনিবার (১১ মে) এ প্রতিযোগিতার ৬৮তম আসর বসে। আসরের গ্র্যান্ড ফিনালেতে সুইডেন, ফ্রান্সসহ ইউরোপের ২৫ দেশের প্রতিযোগীর সঙ্গে বিজয়ীর নাম ঘোষণার পর নিমোর হাতে ট্রফি তুলে দেন গেলবারের জয়ী সুইডিশ গায়িকা লরিন ক্রিস্টাল।
লরিন বলেন, ‘নিমোর জন্য এই পুরস্কার জরুরি ছিল। একজন তৃতীয় লিঙ্গের প্রতি আমাদের সমর্থন প্রকাশও প্রয়োজন ছিল। ইউরোভিশন এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে বৈচিত্র্যের গ্রহণযোগ্যতা রয়েছে। এই প্রেমময় জায়গাটি আমরা শিল্পীরা তৈরি করেছি সৃজনশীলতার মাধ্যমে।’
ট্রফি হাতে নিয়ে প্রতিক্রিয়ায় নিমো বলেন, ‘আমি আশা করি এই প্রতিযোগিতা তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে এবং এই বিশ্বের প্রতিটি মানুষের জন্য ইউরোভিশন শান্তির জায়গা ও মর্যাদার বার্তা নিয়ে হাজির হবে।’
জানা গেছে, নিমো নিজেকে একজন ‘নন-বাইনারি’ (যদি কোনো ব্যক্তি নিজেকে পুরুষ কিংবা নারী হিসেবে সংজ্ঞায়িত না চান) হিসেবে পরিচয় দিয়ে থাকেন। আর ‘দ্য কোড’ শিরোনামের গানে নিমো নিজের ‘নন-বাইনারি’ পরিচয়ের ব্যাখ্যা তুলে ধরেছেন।
এবারের প্রতিযোগিতায় দর্শকদের ভোটে দ্বিতীয় স্থান অর্জন করেন ক্রোয়েশিয়ার শিল্পী বেবি লাসাগনা; তিনি ‘রিম টিম তাগি ডিম’ শিরোনামের একটি গান গেয়েছিলেন। ইউক্রেনের অ্যালোয়না এবং জেরি হেলি হয়েছেন তৃতীয়; ফ্রান্সের স্লিমেন নেবেচি চতুর্থ স্থান অর্জন করেন। ইসরায়েলের আলোচিত শিল্পী ইডেন গোলান ‘হারিকেন’ শিরোনামের গান গেয়ে পঞ্চম স্থান দখল করেন। আর এ প্রতিযোগিতায় যুক্তরাজ্যের অবস্থান ১৮তম।
উল্লেখ্য, ইউরোভিশনের এবারের আয়োজনে রাজনৈতিক প্রভাব লক্ষ্য করা গেছে। কারণ গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা চালানোর পর পাল্টা হামলা চালায় তেল আবিব। এ হামলায় গাজায় মানবিক সংকট সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে গাজায় ইসরায়েলি হামলা বন্ধে বিক্ষোভ হচ্ছে। সুইজারল্যান্ডেও ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভের কারণে ইউরোভিশন গান প্রতিযোগিতায় ইসরায়েলি প্রতিযোগিকেও বাদ দেওয়ার দাবি জানানো হয়।
প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালের আগে হাজারো মানুষ সুইডেনের মালমোতে পথে নামেন। আর চূড়ান্ত পর্বের আগে মালমো অ্যারেনার সামনেও মানুষ বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রতিযোগীকে বাদ দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনে ইসরায়েলের যুদ্ধবিরতির দাবি তোলেন। মঞ্চে উঠে পর্তুগালের প্রতিযোগী আইওলান্ড গান শুরুর আগে গিটার উঁচিয়ে বলেন. “শান্তির জয় হোক।“
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
ম্যানচেস্টার ইউনাইটেডের ‘রাজা’র বিদায়
মুন্সীগঞ্জে ডাকাতির লুন্ঠিত মালামাল সহ ৭ ডাকাত গ্রেফতার
মাগুরার মহম্মদপুরে বিক্ষোভ মিছিল
স্বৈরাচারের দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: সেলিমা রহমান
ভৈরবে হাইব্রিড ডাকায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, ২০ দোকানপাট ভাঙচুর, আহত ৩
নানুপুর ওবাইদিয়া মাদ্রাসায় খতমে বুখারী অনুষ্ঠিত
টেকনাফে পাহাড়ের খাদ থেকে হাতির মরদেহ উদ্ধার
চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের বিএসএফের হানা, রুখে দাঁড়িয়েছে হাজারো গ্রামবাসী
রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করতে হবে : ড. বদিউল আলম
কুষ্টিয়ায় পুলিশ পরিচয়ে ছিনতাইকালে অস্ত্র-গুলিসহ আটক ২
১৯ উইকেট পতনের দিনে এগিয়ে পাকিস্তান
আল্লাহর দয়ায় পা ভাঙেনি: শাওন
মাইজভান্ডার দরবার শরীফ জেয়ারতে প্রধান বিচারপতি
জবিস্থ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে শ্রাবণ -আরিফ
টিউলিপের পদত্যাগ ছিল অবধারিত
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
সীমান্তের ঘটনা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ
মুসলিম বিশ্বে অনৈক্যের কারণেই গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল : মাহমুদুর রহমান
আ’লীগ সাংবাদিকসহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে দলীয়করণ করেছিল: সাদিক রিয়াজ