যে দুঃসহ স্মৃতি স্মরণ করলেন মনীষা কৈরালা
১৪ মে ২০২৪, ০৫:৫৯ পিএম | আপডেট: ১৪ মে ২০২৪, ০৫:৫৯ পিএম
সদ্য মুক্তি পাওয়া ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজ দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। সিরিজে তার অভিনয় প্রশংসিত হচ্ছে। একটা সময়ে বেশ কিছু দিন ক্যানসারের জন্য অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী। ভালোবেসে ২০১০ সালে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। কিন্তু মাত্র দুই বছর পরই ভেঙে যায় সেই সংসার। সেই ভাঙনের মধ্যেই মহাপ্রলয় হয়ে আসে ঘাতক ক্যানসার!
এক সাক্ষাৎকারে মনীষা জানিয়েছেন, ২০১২ সালে ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হন মনীষা। মরণঘাতী এই রোগ থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা খুব কম। সেই সৌভাগ্যবানদের একজন মনীষা। দুই বছরের চিকিৎসায় জীবনে নতুন সুযোগ পান তিনি। কিন্তু সেই ক্যানসার তার কাছ থেকে চিরতরে কেড়ে নিয়েছে মা হওয়ার সামর্থ্য।
বিষয়টি নিয়ে অবশ্য এখন আর আক্ষেপ নেই মনীষার। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার জীবনে কিছু অপূর্ণতা আছে। আসলে বড় হতে হতে আমরা অনেক বাস্তবতা মেনে নিই। এমন অনেক স্বপ্ন আছে, যেগুলো পূরণ হবে না জানি এবং সেটা মেনে নিয়েই সুখ খুঁজে নিতে হবে। মাতৃত্ব সেরকমই একটা স্বপ্ন। ক্যানসারে আক্রান্ত হওয়া এবং মাতৃত্বের সক্ষমতা হারিয়ে ফেলা আমার জন্য অনেক কঠিন ছিল। কিন্তু মনকে বুঝিয়ে নিয়েছি আমি। নিজেকে বুঝিয়েছি, যা হবার, হয়েছে; এখন বরং নিজের যা আছে, তা নিয়েই জীবন সাজানো শ্রেয়।’
সাক্ষাৎকারে মনীষা আরো বলেন, ‘এই সফরটা আমার কাছে খুবই শিক্ষণীয় ছিল। আমি আগে ভাবতাম, আমার বহু বন্ধুবান্ধব আছে। একসঙ্গে পার্টি করা, ঘুরে বেড়ানো, মজা করার বন্ধুরা আমার যন্ত্রণার দিনেও পাশে থাকবে ভেবেছিলাম! কিন্তু কোথায় কী!’
তিনি আরও বলছেন, ‘আমার সেই সময়ে নিজেকে খুব একা লাগত। বুঝতে পারলাম, শুধু আমার পরিবারই আমার সঙ্গে রয়েছে। আমার একটা বড় ‘কৈরালা’ বংশ রয়েছে। কেউ ছিল না পাশে। আমার একটা বড় পরিবার আছে। তারা সবাই যথেষ্ট সচ্ছল। চাইলেই কেউ না কেউ এগিয়ে আসতে পারত। কিন্তু আমার সঙ্গে শুধু আমার বাবা-মা, আমার ভাই ও ভাইয়ের বউ ছিল। আর কেউ না। তখন বুঝলাম, সবাই আমায় ছেড়ে চলে গেলেও এই মানুষগুলো আমার সঙ্গে থাকবে। ওরাই আমার কাছে তাই অগ্রাধিকার পায়।’
উল্লেখ্য, ‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ, রিচা চাড্ডা। এটি পরিচালনা করেছেন এসএস রাজামৌলি।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্লাস্টিক দূষণ মোকাবিলায় চুক্তির জন্য দক্ষিণ কোরিয়ায় সর্বাত্মক চেষ্টা
"হুমায়ূন আহমেদের উপন্যাস নিয়ে পর্দায় আসবেন মিঠুন চক্রবর্তী"
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি হলেন আসাদুজ্জামান শাকিল
ইসকন নেতাকে গ্রেপ্তারে ফেসুবকে উচ্ছ্বাস
জড়িয়ে পড়ছে উত্তর কোরিয়া, ইরান ও চীন! ইউক্রেন সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত?
ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশ নিষিদ্ধ
মেডিকেলে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
উত্তাল পাকিস্তান,ইমরান-সমর্থকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ
ঢাবি ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় শুধুমাত্র সন্তানরা সুযোগ পাবেন, নাতি-নাতনিরা নয়
বাংলাদেশকে ৩ মিলিয়ন ইউরো দেবে আইএলও
আজ সন্ধ্যা থেকে ৫ দিন অনলাইনে বন্ধ থাকবে ভূমি সেবা
ছাত্রলীগকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দের আহ্বান ওসির
কাপড় নয়, এবার মানুষ ধোওয়ার মেশিন বের করল জাপান
লোহিত সাগরে প্রমোদতরী ডুবি : বিদেশিসহ ১৭ জন নিখোঁজ
রাশিয়া সিরিজ ড্র্রোন হামলা চালিয়েছে কিয়েভে
পূর্বের মানবতাবিরোধী অপরাধের মামলা সংশোধিত আইনেও চলবে
‘সরকারের আর্টিকুলেশন ঠিক থাকলে ফ্যাসিস্ট হাসিনার গুপ্তধনের সন্ধান মিলবে : রিজভি
নরসিংদীতে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত
রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
আসছে নতুন ‘ফিচার’, বদলে যেতে পারে ইনস্টাগ্রাম ব্যবহারের অভিজ্ঞতা