বিটিভি ভবনে যাওয়া শিল্পীদের সমালোচনা, প্রশংসায় ভাসছেন সাদিয়া
০৪ আগস্ট ২০২৪, ১০:২১ এএম | আপডেট: ০৪ আগস্ট ২০২৪, ১০:২১ এএম

তরুণ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে লাল প্রোফাইল ছবি দিয়েছেন। একইসঙ্গে সমালোচনা করেছেন বিটিভি ভবন পরিদর্শনে যাওয়া শিল্পীদের একাংশের। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) পরিদর্শনে যাওয়া তারকাদের বাস্তব জীবনের কর্ম দেখে ‘আমরা বিস্মিত এবং লজ্জিত’ লিখে প্রশংসায় ভাসছেন নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। অনেকে তার সাহসের প্রসংশাও করছেন।
শুক্রবার (২ আগস্ট) রাতে ফেসবুকে সাদিয়া লিখেছেন, ‘এক সময়ের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা বিটিভির প্রাঙ্গণে গিয়ে চোখের পানি ঝরিয়েছেন। অবশ্যই তাদের জীবন ও ক্যারিয়ারের সাথে বিটিভিকেন্দ্রিক স্মৃতি ওতপ্রোতভাবে জড়িত। তাদের দুঃখ পাওয়াটা হয়তো স্বাভাবিক। কিন্তু এতগুলো ছাত্র-ছাত্রী, শিশু, মা-বোন, সাধারণ মানুষ যে মারা গেল, তা নিয়ে একবারও কিচ্ছু বললেন না! একবারও দুঃখ প্রকাশ করলেন না। একবারও এই মানুষগুলোর হত্যার বিচার চেয়ে কিছু বললেন না। কেন? কারণ যারা এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন, তারা আপনাদের কেউ না। তাদের বা তাদের পরিবারের দ্বারা আপনাদের কোনো লাভ হবে না, স্বার্থ হাসিল হবে না এবং ক্ষমতাও পাবেন না। তাই কি?’
সাদিয়া আরও লিখেছেন, ‘নিজেদের লাভ-লস চিন্তা করে, ক্ষমতার স্বার্থে কিংবা কাউকে দেখানোর জন্য আপনারা যে কথাগুলো ক্যামেরার সামনে বলেছেন, এগুলো সারাজীবন আর্কাইভে তো থাকবেই, আমাদের মনেও থেকে যাবে। জেনারেশন টু জেনারেশন জানবে, ৯০ দশকের যাদের অভিনয় টিভি স্ক্রিনে দেখে আমরা মুগ্ধ হয়েছি, এখন তাদের বাস্তব জীবনের কর্ম দেখে আমরা বিস্মিত এবং লজ্জিত! দুঃখের সহিত জানাচ্ছি যে, আপনাদের প্রতি শ্রদ্ধা হয়তো আর কখনো ফিরে আসবে না।’
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে দেশের দৃশ্যমাধ্যমের শিল্পীদের মধ্যে বিভক্তি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (১ আগস্ট) মামুনুর রশিদ, মোশাররফ করিমসহ একদল অভিনয়শিল্পী এবং নির্মাতা ফার্মগেটে সমাবেশ করে প্রাণহানির বিচার চেয়েছেন। অন্যদিকে একই দিনে আগুনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) পরিদর্শনে গিয়েছিলেন চলচ্চিত্র, নাটক ও সংগীতাঙ্গনের শিল্পী-পরিচালকেরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিটিভি ভবনে গিয়েছিলেন অভিনেতা ফেরদৌস আহমেদ, রিয়াজ, অভিনেত্রী নিপুণ আক্তারসহ আরও অনেকে। বিটিভি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শোকাবহ আগস্ট মাসের প্রথম দিন বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে হাজির হয়েছিলেন সংস্কৃতি অঙ্গনের একঝাঁক তারকা। তাদের হাতে ছিল বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। ‘সকল সহিংসতার বিরুদ্ধে আমরা’ স্লোগান ব্যানারে ধারণ করে বিটিভি প্রাঙ্গণে দাঁড়িয়ে তাদের মত প্রকাশ করেন শিল্পীরা।
উল্লেখ্য, টিভি নাটকে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন সাদিয়া। চলতি বছর ঈদুল ফিতরে তিনি আত্মপ্রকাশ করেন ঢালিউডে। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। ‘মনে রাখবো’, ‘মন ভাগাভাগি’, ‘পাতাবাহার’, ‘সে বোঝেনা’, ‘আজকাল তুমি আমি’সহ বহু নাটকে অভিনয় করেছেন তিনি।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

লক্ষ্মীপুরে কুপিয়ে জখমের ছয়দিন পর যুবকের মৃত্যু

রাজবাড়ীতে যুবদল নেতার হাতে লাঞ্ছিত নির্বাচন কর্মকর্তা ফোন ভাংচুর

রেল হাসপাতালে চিকিৎসা পাবেন সাধারণ মানুষও : উপদেষ্টা ফাওজুল

কালীগঞ্জে অপরাধীকে সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

তারাকান্দায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হকার উচ্ছেদে প্রশাসনের অভিযান

আমার স্ত্রীর অবস্থা ভালো : মির্জা ফখরুল

লবণের মূল্য কমে যাওয়ায় চাষিরা হতাশ, মাঠেই গর্তে ফেলে রাখছে লবণ

চাঁদার জন্য বৃদ্ধকে হত্যার অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

ফিলিস্তিনে বর্বর গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ সফল করুন : খেলাফত আন্দোলন

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ নিয়ে জরুরি নির্দেশনা

উৎসবের নামে মুসলিমদের শিরকের পথে ঠেলে দিচ্ছে সরকার

ভারি বৃষ্টিপাতে ভারত ও নেপালে শতাধিক মৃত্যু

দেখা মিললো ওবায়দুল কাদেরের

৪ হাজার টাকার ইনজেকশন, ৩৪ হাজারে বিক্রি

ফিলিস্তিনিদের স্বার্থের সকল কর্মকাণ্ডে সক্রিয় থাকবো : জিএম কাদের

বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ার সাথে সাথে মার্কিন শেয়ারের দাম কমেছে

কারা হেফাজতে মৃত্যুর শিকার ছাত্রদল নেতা মিলনের পরিবারের খোঁজ নিলেন তারেক রহমান

ফিলিস্তিনে গণহত্যায় ইসরাইলের বিরুদ্ধে পীরগঞ্জে বিক্ষোভ - মিছিল সমাবেশ

ঢাবি ক্যাম্পাসজুড়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন ছাত্র শিবিরের

রাবিতে ভর্তি পরীক্ষার দামামা, ‘বি’ ইউনিটে প্রতি আসনে লড়বে ৭৬ জন!