সবাইকে সহানুভূতিশীল হতে আহ্বান শাকিব খানের
০৭ আগস্ট ২০২৪, ১২:৩৪ পিএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ১২:৩৪ পিএম

বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে হতাহতের ঘটনার পর শিক্ষার্থী ও সাধারণ মানুষের এক দফা দাবির জেরে পতন হয় হাসিনার স্বৈরশাসনের। স্বৈরশাসনের পতনের পর সোমবার (৫ আগস্ট) দুপুরের পর থেকে সারা দেশে উল্লাসে ফেটে পড়ে দেশের মানুষ। এই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছিল দেশের শিল্পী সমাজ। কেউ রাজপথে কেউ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন শিক্ষার্থীদের পক্ষে। ঢাকাই মেগাস্টার শাকিব খানও ছিলেন এই দলে। নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে সমর্থন জানিয়েছেন ছাত্রদের।
আন্দোলনে জয়ের পর শাকিব খান জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। মঙ্গলবার (৬ আগস্ট) নিজের ফেসবুকে শাকিব একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে লেখা, ‘‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা ম্লান করে না দেয়।’’
এরপর কিং খান লেখেন, ‘‘এই মুহূর্তে আমাদের সবার আরও সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে সবার আগে দেশ, দেশের মানুষ, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে। আসুন সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।’’
এর আগে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের মৃত্যু নিয়েও কথা বলেছিলেন শাকিব খান। এ ব্যাপারে গত ১৭ জুলাই তিনি লিখেছিলেন, ‘‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইল, এখনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’’
উল্লেখ্য, সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপ্রথা সংস্কারের দাবিতে গত জুলাইয়ের প্রথম থেকে আন্দোলন করে আসছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় গত ১৫ জুলাই রাজধানী ঢাকাসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। একইসঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধে গুলি চালায় পুলিশ।
শিক্ষার্থীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গ সংগঠনের হামলায় কয়েক শতাধিক শিক্ষার্থী ও মানুষের মৃত্যু হয়। এ অবস্থায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভ ও আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার পদত্যাগে উচ্ছ্বসিত বিনোদন অঙ্গনের অধিকাংশ তারকা। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। সাদিয়া আয়মান, জোভান, মোস্তফা সরোয়ার ফারুকী, আসিফ আকবরসহ আরও অনেকে রয়েছেন তালিকায়।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

লক্ষ্মীপুরে কুপিয়ে জখমের ছয়দিন পর যুবকের মৃত্যু

রাজবাড়ীতে যুবদল নেতার হাতে লাঞ্ছিত নির্বাচন কর্মকর্তা ফোন ভাংচুর

রেল হাসপাতালে চিকিৎসা পাবেন সাধারণ মানুষও : উপদেষ্টা ফাওজুল

কালীগঞ্জে অপরাধীকে সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

তারাকান্দায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হকার উচ্ছেদে প্রশাসনের অভিযান

আমার স্ত্রীর অবস্থা ভালো : মির্জা ফখরুল

লবণের মূল্য কমে যাওয়ায় চাষিরা হতাশ, মাঠেই গর্তে ফেলে রাখছে লবণ

চাঁদার জন্য বৃদ্ধকে হত্যার অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

ফিলিস্তিনে বর্বর গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ সফল করুন : খেলাফত আন্দোলন

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ নিয়ে জরুরি নির্দেশনা

উৎসবের নামে মুসলিমদের শিরকের পথে ঠেলে দিচ্ছে সরকার

ভারি বৃষ্টিপাতে ভারত ও নেপালে শতাধিক মৃত্যু

দেখা মিললো ওবায়দুল কাদেরের

৪ হাজার টাকার ইনজেকশন, ৩৪ হাজারে বিক্রি

ফিলিস্তিনিদের স্বার্থের সকল কর্মকাণ্ডে সক্রিয় থাকবো : জিএম কাদের

বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ার সাথে সাথে মার্কিন শেয়ারের দাম কমেছে

কারা হেফাজতে মৃত্যুর শিকার ছাত্রদল নেতা মিলনের পরিবারের খোঁজ নিলেন তারেক রহমান

ফিলিস্তিনে গণহত্যায় ইসরাইলের বিরুদ্ধে পীরগঞ্জে বিক্ষোভ - মিছিল সমাবেশ

ঢাবি ক্যাম্পাসজুড়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন ছাত্র শিবিরের

রাবিতে ভর্তি পরীক্ষার দামামা, ‘বি’ ইউনিটে প্রতি আসনে লড়বে ৭৬ জন!