চিকিৎসককে ধর্ষণ, প্রতিবাদে সরব বিজেপি পন্থী বলিউড তারকারা
১৭ আগস্ট ২০২৪, ১১:১৯ এএম | আপডেট: ১৭ আগস্ট ২০২৪, ১১:১৯ এএম

দায়িত্বরত অবস্থায় কলকাতায় তরুণী চিকিৎসককে ধর্ষন করে হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল পুরো ভারত। পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনার রেশ পুরো ভারতজুড়ে ছড়িয়ে গেছে। বলিউডও এবার গর্জে উঠল কলকাতার আরজি কর হাসপাতালের কাণ্ড নিয়ে। প্রতিবাদে সরব হলেন কারিনা কাপুর, হৃতিক রোশন, সুহানা খান সহ আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা সহ আরো অনেক বিজেপি পন্থী বলিউড তারকাই।
তরুণী চিকিৎসককে ধর্ষন করে হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন পথে নামলেন নাগরিকরা, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিলেন বলিউড তারকারা। এদিন কারিনা কাপুর খান তার একটি পোস্টে লেখেন, ‘১২ বছর সেই একই ঘটনা, সেই একই প্রতিবাদ। কিন্তু তাও আমরা বদলের অপেক্ষা করছি।’
আলিয়া ভাট লেখেন, ‘আরও একটা ধর্ষণ, বুঝলাম মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এক দশক আগে নির্ভয়া কাণ্ড নাড়া দিয়ে গিয়েছিল। আবার একই ঘটনা, কিছুই বদলায়নি। আমরা কীভাবে আমাদের কর্মস্থলে যাব? এই চিন্তাই যেন কুঁড়ে-কুঁড়ে খাচ্ছে। এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মহিলাদের সুরক্ষা আসলে তাদের নিজেদের হাতেই তুলে নিতে হবে।’
নারী নিরাপত্তার দাবিতে বাংলার আন্দোলনে শামিল হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও। বিবিসি নিউজ-এর তরফেও আর জি কর ইস্যু কভার করা হয়েছে। সেই প্রতিবেদনের ছবি শেয়ার করে মন খারাপের কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘দেশি গার্ল’-এর শেয়ার করা ছবিতে জ্বলজ্বল করছে কলকাতার রাত দখলের প্রতিবাদী মুখেরা।
এদিকে নারীর সুরক্ষার দাবি করে অভিনেত্রী প্রীতি জিনতা তার পোস্টে লিখেছেন— ‘অর্থনীতিতে সারাবিশ্বে আমাদের দেশ পঞ্চম স্থানে রয়েছে। আগামী নির্বাচনে পুরুষ ভোটারের সংখ্যা ছাপিয়ে যাবেন নারীরা— এমনই মনে করা হচ্ছে। তিনি বলেন, সময় হয়েছে যে, নারীর নিরাপত্তাকেই সবার আগে রাখতে হবে। খারাপ লাগে যখন দেখি, গ্রেফতারের পর একজন ধর্ষকের মুখ ঢাকা থাকে। কিন্তু নির্যাতিতার ছবি ও নাম সব প্রকাশ্যে আনা হয়।’
বলিউড অভিনেত্রী রিচা চড্ডা একটি পোস্ট করে লিখেছেন— ‘মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার থেকে দেশের নারীরা সঠিক এবং নিরপেক্ষ তদন্ত ও বিচারের আশা করেন। আপনিই কিন্তু দেশের একমাত্র নারী মুখ্যমন্ত্রী।’
অভিনেত্রী টুইঙ্কল খান্না সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘পঞ্চাশটা বছর এই পৃথিবীতে, এই দেশে কাটিয়ে ফেললাম। আমি আমার মেয়েকে ঠিক সেগুলোই শেখাচ্ছি, যেগুলো আমিও ছোটবেলায় শিখেছি। একা পার্কে যেও না, স্কুলে যেও না, সমুদ্রের ধারেকাছেও যেও না। একা কোনো পুরুষের সঙ্গে কোথাও যেও না। তিনি যদি তোমার কাকু, ভাইয়ের বন্ধুও হয়, তবুও না। সকাল-সন্ধ্যা কখনো একা কোথাও যেও না। বিশেষ করে রাতে তো একদমই না। কখন যাবে, এটার চেয়েও বড় বিষয় হলো একা যদি তুমি কোথাও যাও, ফিরে না-ও আসতে পারো।’
কেবল বড়রা নন। তরুণ প্রজন্মের অভিনেতা, ইনফ্লুয়েন্সাররাও প্রতিবাদ করেছেন। এদিন সুহানা খান, নব্যা নভেলি নন্দার লেখা একটি পোস্ট শেয়ার করে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানান। তাদের দাবি স্কুল, কলেজ এবং চাকরিস্থলে মহিলাদের নিরাপত্তা দিতে হবে। একই সঙ্গে তারা আরজি কর কাণ্ডের নির্যাতিতা যেন সঠিক বিচার পান সেই দাবিও তুলেছেন।
উল্লেখ্য, গত ৯ আগস্ট সকালে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। এরপরই আন্দোলনে কেঁপে ওঠে কলকাতা। যেই কম্পন এখন ভারত পেরিয়ে গোটা বিশ্বকে নাড়া দিয়েছে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

লক্ষ্মীপুরে কুপিয়ে জখমের ছয়দিন পর যুবকের মৃত্যু

রাজবাড়ীতে যুবদল নেতার হাতে লাঞ্ছিত নির্বাচন কর্মকর্তা ফোন ভাংচুর

রেল হাসপাতালে চিকিৎসা পাবেন সাধারণ মানুষও : উপদেষ্টা ফাওজুল

কালীগঞ্জে অপরাধীকে সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

তারাকান্দায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হকার উচ্ছেদে প্রশাসনের অভিযান

আমার স্ত্রীর অবস্থা ভালো : মির্জা ফখরুল

লবণের মূল্য কমে যাওয়ায় চাষিরা হতাশ, মাঠেই গর্তে ফেলে রাখছে লবণ

চাঁদার জন্য বৃদ্ধকে হত্যার অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

ফিলিস্তিনে বর্বর গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ সফল করুন : খেলাফত আন্দোলন

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ নিয়ে জরুরি নির্দেশনা

উৎসবের নামে মুসলিমদের শিরকের পথে ঠেলে দিচ্ছে সরকার

ভারি বৃষ্টিপাতে ভারত ও নেপালে শতাধিক মৃত্যু

দেখা মিললো ওবায়দুল কাদেরের

৪ হাজার টাকার ইনজেকশন, ৩৪ হাজারে বিক্রি

ফিলিস্তিনিদের স্বার্থের সকল কর্মকাণ্ডে সক্রিয় থাকবো : জিএম কাদের

বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ার সাথে সাথে মার্কিন শেয়ারের দাম কমেছে

কারা হেফাজতে মৃত্যুর শিকার ছাত্রদল নেতা মিলনের পরিবারের খোঁজ নিলেন তারেক রহমান

ফিলিস্তিনে গণহত্যায় ইসরাইলের বিরুদ্ধে পীরগঞ্জে বিক্ষোভ - মিছিল সমাবেশ

ঢাবি ক্যাম্পাসজুড়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন ছাত্র শিবিরের

রাবিতে ভর্তি পরীক্ষার দামামা, ‘বি’ ইউনিটে প্রতি আসনে লড়বে ৭৬ জন!