বন্যার্তদের সহায়তায় ব্যান্ড সঙ্গীতশিল্পীদের উদ্যোগ
২৬ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম
বন্যার্তদের সহযোগিতায় দেশের বিভিন্ন ব্যান্ড দলগুলো কনসার্ট করে অর্থসংগ্রহ করছে। ইতোমধ্যে বিভিন্ন কনসার্ট তারা আয়োজন করেছে। কনসার্ট থেকে অর্জিত অর্থ তারা বন্যার্তদের মাঝে বিতরণ করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে রাজপথে নেমেছিল সঙ্গীতাঙ্গনের অনেক শিল্পী। ‘গেটআপ স্ট্যান্ডআপ’ শিরোনাম দিয়ে তারা ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়েছিলেন। এবার একই নামে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহে নেমেছেন ব্যান্ড শিল্পীরা। ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত তারা তহবিল সংগ্রহ করেন। এক ভিডিও বার্তায় সোনার বাংলা সার্কাসের ভোকাল প্রবর রিপন বলেন, আমরা শিল্পীরা গেটআপ স্ট্যান্ডআপের ব্যানারে মানুষের পাশে দাঁড়িয়েছি। বন্যাকবলিত এলাকার মানুষের জন্য সব মিউজিশিয়ান এক হয়েছি। তাদের জন্য কিছু উদ্যোগ নিয়েছি। সেটার জন্য ফান্ডের দরকার। ইতিমধ্যে অনেক ফান্ড এসেছে। আশা করছি, আপনারা যে যার সামর্থ্যমতো এগিয়ে আসবেন। শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান জিয়া বলেন, আমরা মিউজিশিয়ানরা এক হয়ে ভয়েস রেইজ করেছিলাম। এই দুর্যোগের সময়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে চাই। আপনাদের সহযোগিতা চাই। এই সহযোগিতা মানুষের জীবন বিপন্ন হওয়া থেকে রক্ষা করতে পারে। ইতোমধ্যে গেটআপ স্ট্যান্ডআপ তহবিলে সংগ্রহ হয়েছে ৮ লাখ ২ হাজার ৭০৮ টাকা। এদিকে বন্যার্তদের জন্য ত্রাণ ও অর্থ সংগ্রহের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গত শুক্রবার আয়োজন করা হয় ‘জরুরি সংযোগ’ শিরোনামের কনসার্ট। কনসার্টে শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, এফ মাইনর, গানপোকা, সিলসিলা, গঙ্গাফড়িং, মাদল, মাভৌ, কাকতাল, কফিল আহমেদ, অর্ঘদেব, কৃষ্ণকলি, সায়ানসহ ৩০টির মতো ব্যান্ড ও শিল্পী গান পরিবেশন করেন। বিনা পারিশ্রমিকে শিল্পীরা এই কনসার্টে পারফর্ম করেন। কনসার্টে আসা দর্শক শ্রোতা বন্যার্তদের সাহায্যার্থে অর্থ ও ত্রাণ নিয়ে আসেন। শিরোনামহীনের পেজ থেকে জানানো হয়েছে, কনসার্ট থেকে অর্থ সংগ্রহ হয়েছে ২১ লাখ ৪১ হাজার ২০০ টাকা। পাশাপাশি বন্যাকবলিত এলাকার জন্য ২০ ট্রাক পরিমাণ ত্রাণ সংগ্রহ করা হয়েছে। ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশের বাইরে কনসার্ট করছে ব্যান্ড আর্টসেল। আগামী মাসেই ব্যান্ডটি যাচ্ছে যুক্তরাষ্ট্রে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র সফরে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহের কাজ করবে তারা। আর্টসেলের ফেসবুক পেজে লেখা হয়েছে, আর্টসেলের ২৫ বছর পূর্তি উপলক্ষে ইতিমধ্যে আমরা অস্ট্রেলিয়া ও কানাডার ট্যুর স¤পন্ন করেছি। তারই ধারাবাহিকতায় আমেরিকা যাচ্ছি আগামী সেপ্টেম্বরে। আমেরিকার বিভিন্ন স্টেটে শো করে যে পারিশ্রমিক আমরা পাব, তার একটা অংশ নিয়ে আসব বন্যাদুর্গতদের সাহায্যে। ওখানে বিভিন্ন অর্গানাইজারদের সঙ্গেও কাজ করব ফান্ড তোলার জন্য। বন্যার্তদের সহায়তার লক্ষ্যে পথ কনসার্ট করেছেন নরসিংদীর সংস্কৃতিকর্মীরা। গত শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত নরসিংদী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম এলাকায় অর্ধশত সংস্কৃতিকর্মী জড়ো হয়। তারা নাটক ও গান পরিবেশন করেন। এ সময় পথচারিরা নগদ অর্থ নিয়ে এগিয়ে আসেন। এই টাকা দিয়ে ওষুধ ও শুকনো খাবার কেনার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ প্রদান করা হয় বলে জানান সংস্কৃতিকর্মীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন আয়োজন করেছে বিশেষ কনসার্ট। ২৭ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টি ফিল্ডে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে বন্যার্তদের জন্য। এই কনসার্টে পারফর্ম করবে ব্যান্ড শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, আপেক্ষিক, একে রাহুল, ব্ল্যাক জ্যাং, চান্দের গাড়িসহ আরও কয়েকটি ব্যান্ড। টিকিট পাওয়া যাবে গেট সেট রক ওয়েবসাইটে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের