জীবন্ত কিংবদন্তি অভিনেতা আরিফুল হক
১২ অক্টোবর ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৪, ১২:১১ এএম
সংস্কৃতি অঙ্গণের এক জীবন্ত কিংবদন্তী আরিফুল হক। তিনি শুধু একজন প্রথিতযশা অভিনেতাই নন, একজন সুলেখক এবং কলামিস্ট। গুণী এই মানুষটি বিগত দুই দশকেরও বেশি সময় ধরে সপরিবারে কানাডায় বসবাস করছেন। গত ১১ অক্টোবর তিনি জীবনের ৯০ বছর অতিক্রম করেছেন। বিদেশে বসবাস করলেও দেশের জন্য সবসময় তাঁর মন কাঁদে। মাঝে মাঝে মনের টানে দেশে আসেন। সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন। এরপর শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নন বলে ইচ্ছা থাকা সত্ত্বেও দেশে সম্ভব হয়নি। আরিফুল হক প্রায়ই বলেন, ‘আর মায়ায় জড়াতে চাই না, কারণ জানি না আর দেখা হবে কী না এদেশের মানুষের সঙ্গে, এদেশের মাটির ধুলোর পথে আর হাঁটা হবে কিনা জানা নেই, এদেশের দর্শকের জন্য অভিনয় করা হবে কিনা তাও জানা নেই। তাই দেশে ফিরলে এমন ভাবনায় মন কেঁদে উঠে। জন্মেছি বলেই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এখন বয়সের কারণে মনে হয়, চলে যাবার সময় এসেছে, তখন আর মন চায়না এই পৃথিবীর মায়া কাটিয়ে সবাইকে ছেড়ে চলে যেতে। বারবার সেইসব প্রিয় মুখগুলোর কাছেই থেকে যেতে মন চায়। আরিফুল হক ১৯৩৪ সালের ১২ অক্টোবর জন্মগ্রহণ করেন। ছোটবেলায় সঙ্গীতশিল্পী হতে চেয়েছিলেন। তাই পড়ালেখার পাশাপাশি কলকাতার ‘দক্ষিণী’ সঙ্গীত বিদ্যালয় থেকে রবীন্দ্র সঙ্গীতের উপর চার বছরের ডিপ্লোমা কোর্সও সম্পন্ন করেন। উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়েছিলেন বিভিন্ন ওস্তাদের কাছ থেকে। নজরুল সঙ্গীতে তালিম নিয়েছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে। ১৯৬৪ সালে কলকাতা থেকে ঢাকায় চলে আসেন। এখানে এসেও স্বপ্ন ছিলো নিজেকে সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার। কিন্তু অডিশন দেয়ার পর নানা জটিলতার কারণে হয়নি। একসময় টেলিভিশনে অভিনয়ের তার সুযোগ আসে। এরপর থেকে অভিনয়েই নিজেকে জড়িয়ে নেন। প্রতিষ্ঠিত হন অভিনেতা হিসেবে। অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করে দর্শক মন জয় করে নেন। বাংলাদেশের অভিনেতাদের মধ্যে তিনিই একমাত্র অভিনেতা যিনি উত্তম কুমারের সাথে অভিনয় করেছিলেন। ‘উত্তরায়ণ’ চলচ্চিত্রে তারা অভিনয় করেছিলেন। এটি নির্মাণ করেছিলেন বিভূতি লাহা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলোÑ ‘লালন ফকির’, ‘সারেং বউ’, ‘বড় বাড়ির মেয়ে’, ‘সূর্য কন্যা’, ‘সুন্দরী’, ‘সখি তুমি কার’, ‘কথা দিলাম’, ‘নতুন বউ’, ‘এখনই সময়’, ‘পিতা মাতা সন্তান’, ‘তোমাকে চাই’ ‘দেশপ্রেমিক’, ‘ঘৃণা’, ‘স্বপ্নের নায়ক’ ইত্যাদি। তিনি নাটক ও সিনেমায় বহুমুখী চরিত্রে অভিনয় করেন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতিতে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস
সংস্কারোত্তর পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন দিতে হবে
‘শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে’
‘রাষ্ট্রের সকল স্তরে ইসলামী সংস্কৃতির অনুশীলন নিশ্চিত করতে হবে’
মেট্রোকে থামিয়ে ফাইনালে রংপুর
৪৩ বছর পর কুয়েতে ভারতের প্রধানমন্ত্রী
আমরা আল্লাহর উপরে ভরসা করি, হাসিনার ভরসা ভারতে: দুলু
মন্ত্রিসভায় বড় রদবদল, কানাডায় কি ক্ষমতা ধরে রাখতে পারবেন ট্রুডো?
পাকিস্তান থেকে যেসব পণ্য নিয়ে এবার এলো জাহাজ
ভারতের সেবাদাসী হাসিনাকে পুনর্বাসনে এবার জঙ্গি মিশনে তারা!
মাহফুজকে উপদেষ্টা থেকে বাদ দেওয়া উচিত? যা বললেন ড. জাহেদ
৬ বছরের মধ্যেই চীনের হাতে হাজার পরমাণু বোমা! উদ্বেগ যুক্তরাষ্ট্রের
বিগত সময়ে দলীয় স্বার্থ উদ্ধারে বড় ধরনের অপরাধ করেছে পুলিশ, এ জন্য আমরা লজ্জিত: আইজিপি
ব্রাহ্মণপাড়ায় পাঁচ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ সোহাগের
কসবায় পাহাড় কাটার অপরাধে ২ জনের অর্থদণ্ড
নরসিংদীতে মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
চট্টগ্রামকে বিদায় করে টিকে রইল খুলনা
পলাতক ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফ্রিজে রাখা বাসি ভাতে উপকার দ্বিগুণ!
আ.লীগ দেশটাকে গোরস্থানে পরিণত করেছিল : জামায়াত আমির