এথেন্স চলচ্চিত্র ও ভিডিও উৎসবে তিন ইরানি ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইওর অ্যাথেন্সে চলমান ৫২তম এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিডিও উৎসবে (এআইএফভিএফ) ইরানের তিনটি চলচ্চিত্র দেখানো হচ্ছে।
উৎসবে অংশগ্রহণ করা তিন ইরানি চলচ্চিত্র হচ্ছে- হোসেইন মোলায়েমি এবং শিরিন সোহানি পরিচালিত অ্যানিমেশন ‘ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস’, হাদি বাবাইফারের বর্ণনামূলক চলচ্চিত্র ‘শিপ’ এবং মরিয়ম তাফাকোরির পরীক্ষামূলক চলচ্চিত্র ‘রাজে দেল’। খবর ইরনার
গত মাসে ৯৭তম একাডেমি পুরষ্কারে ‘ইন দ্য শ্যাডো অফ দ্য...