যুক্তরাষ্ট্রে পরিবেশক পাচ্ছে না ট্রাম্পের বায়োপিক ‘দি অ্যাপ্রেন্টিস’!
ডোনাল্ড ট্রাম্পের জীবন নিয়ে তৈরি সিনেমা ‘দি অ্যাপ্রেন্টিস’ এবার কান চলচ্চিত্র উৎসবের আসরে প্রদর্শিত হয়েছে। সিনেমা প্রদর্শন শেষ হওয়ার পর টানা ৪ মিনিট স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। কিন্তু কানে হইচই ফেলে দেয়া এই সিনেমা পরিবেশক পাচ্ছে না যুক্তরাষ্ট্রে। হুমকির কারণে প্রভাবিত হয়ে হোক বা না হোক, এখন পর্যন্ত ছবিটি না বড় কোনও স্টুডিও পেয়েছে, না কোনও লিডিং স্ট্রিমিং সার্ভিস এটি নেয়ার...