মোশাররফ করিমকে নিয়ে আর এইচ সোহেলের নাটক
নাট্যনির্মাতা রাকিবুল হাসান সোহেল (আর এইচ সোহেল) একের পর এক নাটক নির্মাণ করে যাচ্ছেন। এবারের ঈদে তার পরিচালিত একাধিক নাটক ইউটিউবসহ বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। সম্প্রতি তার বহুল আলোচিত নাটক ‘সোনা বউ’-এর সিক্যুয়াল ‘সোনা বউ-২’ নির্মাণ করেছেন। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তিশা। নাটকটি কমেডি ধরনের হলেও এর গল্পে রহস্য লুকিয়ে রয়েছে। এ নাটকের পাশাপাশি সোহেল নতুন একটি ধারাবাহিকের...