সেরা ১০০ রেসিপি নিয়ে উপস্থাপনায় নাবিলা
দীর্ঘদিন পর আবার উপস্থাপিকা টিভিতে ফিরিছেন মাসুমা রহমান নাবিলা। তার উপস্থাপনায় মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘রাঁধুনী’র রান্নাঘর: বাংলার সেরা ১০০ রেসিপি’। প্রতি শুক্রবার রাত ৯ টায় প্রচার হচ্ছে অনুষ্ঠানটি। দেশসেরা রন্ধনশিল্পীদের নির্বাচিত ১০০টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান। বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খাবারের রেসিপি উপস্থাপন করবেন রন্ধনশিল্পীরা। প্রতি পর্বে দু’জন রন্ধনশিল্পী দু’টি রেসিপি করে দেখাবেন। উপস্থাপনায়...