শীর্ষ পাঁচে নতুন ধারাবাহিক, পিছিয়ে পড়ল ‘রাঙা বউ’
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এক হয়েছে সূর্য দীপা। আর তারপর থেকেই তরতরিয়ে বাড়ছে টিআরপিও। বিগত কয়েক সপ্তাহে যেখানে সেরার সেরা শিরোপা ধরে রাখার জন্য রীতিমত স্ট্রাগল করতে হচ্ছিল সেখানে চলতি সপ্তাহে অনুরাগের ছোঁয়া’র টিআরপি দেখার মত। আসলে মিশকা স্পার্ম চুর করে মা হওয়ার পর থেকেই উত্তেজনায় টগবগ করছে দর্শকরাও। তাই তো পুরো ৮.৭ পয়েন্ট নিয়ে এই সপ্তাহের বেঙ্গল টপার হল...