ডলি জহুরের গল্পে স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্র গর্ভধারিণী
বিশিষ্ট অভিনেত্রী ডলি জহুরকে এখন অভিনয়ে নিয়মিত দেখা যায় না। তবে ভালো গল্প ও চরিত্র পেলে মাঝে মাঝে অভিনয় করেন। সম্প্রতি নাটক পরিচালনাও করেছেন।এবার গুণী এই অভিনেত্রীর গল্পে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গর্ভধারিণী’। এর চিত্রনাট্য করেছেন আসাজ যুবায়ের। পরিচালনা করেছেন মীর সাব্বির। এ প্রসঙ্গে ডলি জহুর বলেন, অনেক কিছুই করার ছিল। যখন করার মতো বয়স ছিল তখন অ্যাকশন-ক্যামেরার বাইরে কিছু...