ঘুরে দাঁড়াচ্ছে দেশের চলচ্চিত্র
ধীরে ধীরে চলচ্চিত্র চাঙ্গা হচ্ছে। গত দুই ঈদ মিলিয়ে যেসব সিনেমা মুক্তি পেয়েছে, তাতে দর্শকের হলমুখী প্রবণতা লক্ষ্যণীয়। গত ঈদুল আজহায় যেসব বিভিন্ন ধারার সিনেমা মুক্তি পেয়েছে। এতে দর্শকের সামনে সিনেমা দেখার ‘পছন্দে’র বিষয়টি খুলে যায়। সেই আগের মতো ঘুরেফিরে একই গল্পের সিনেমা তাদের দেখতে হয়নি। তাদের সামনে পছন্দমতো সিনেমা দেখার ‘অপশন’ ছিল। ফলে প্রায় প্রত্যেকটি সিনেমায়ই দর্শক উপস্থিতি লক্ষ্য...