জনপ্রিয় কোরিয়ান গায়কের রহস্যজনক মৃত্যু
মারা গেছেন কোরিয়ান জনপ্রিয় সংগীতশিল্পী চোই সুং-বং। তবে স্বাভাবিক মৃত্যু হয়নি তার। মঙ্গলবার (২০ জুন) সকালে দক্ষিণ সিউলের ইওকসাম-ডং জেলায় নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় চোইকে। পুলিশের ধারণা, আত্মহত্যা করেছেন চোই সুং-বং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর।
জানা গেছে, বিষণ্নতায় ভুগে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। মৃত্যুর আগে তিনি নিজের ইউটিউব চ্যানেল থেকে একটি ‘বিদায়’ বার্তা আপলোড করেছিলেন। নোটে...