রেচেল ম্যাকঅ্যাডামস ‘মিন গার্লস’ রিবুটে ফিরবেন বলে মনে করেন না
রেচেল ম্যাকঅ্যাডামস (৪৪) কাল্ট ক্লাসিক ফিল্ম ‘মিন গার্লস’-এ রেজিনা জর্জের ভূমিকায় অভিনয় করেছিলেন। কাহিনীকার টিনা ফে ফ্র্যাঞ্চাইজটি নিয়ে কাজ করছেন জেনে অভিনেত্রী খুব উচ্ছ্বসিত, তবে তার বিশ্বাস তিনি এই ফিল্মে সুযোগ পাবেন না। তিনি অতিথি ভূমিকায় হলেও অভিনয় করবেন কীনা জানতে চাইলে বলেন, আমার মনে হয় না এমন কিছু ঘটবে। কাহিনীকে নতুন করে সাজান হচ্ছে, টিনা ঠিক কী করেন তা...