ঘোষণা দিয়েও শাকিবের কোনো সিনেমা হচ্ছে না
একের পর এক সিনেমার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত কোনো সিনেমা করা হচ্ছে না শাকিব খানের। এ তালিকায় রয়েছে রাজকুমার, প্রিয়তমা, কবি, প্রেমিক। সর্বশেষ যুক্ত হয়েছে শের খান। শাকিব নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম ও কপ ক্রিয়েশনের ব্যানারে ‘শের খান’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন গত বছরের নভেম্বরে। একাধিকবার শুটিং ডেট পরির্বতন করে জানানো হয়েছিল মার্চে সিনেমাটির শুটিং শুরু হবে। তবে কপ ক্রিয়েশন...