পরলোকে ‘পোকেমন’-এর ভয়েস শিল্পী রেচেল
ক্যানসারে আক্রান্ত হয়ে চলে গেলেন বিখ্যাত কার্টুন পোকেমন টিভি সিরিজ, গেম এবং সিনেমার কণ্ঠশিল্পী রেচেল লিলিস। তার বয়স হয়েছিল ৫৫ বছর। রেচেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পোকেমনের আরেক ভয়েস শিল্পী ভেরোনিকা টেইলর। তিনি লিখেছেন, ‘রেচেল ছিলেন এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট। তিনি ছিলেন উজ্জ্বল আলো, যা জ্বলে উঠতো কণ্ঠে, গানে, কথায়।’ রেচেল লিলিস মিসটি এবং জেসির চরিত্রে কণ্ঠ দিয়েছেন। ১৯৯৭ থেকে ২০১৫ পর্যন্ত...