মিস্টার ইন্ডিয়া ২-তে জাহ্নবী?
কখনও যদি মিস্টার ইন্ডিয়া ২ আসে তাহলে কি তাতে অভিনয় করতে আগ্রহী শ্রীদেবী কন্যা? কী জানালেন জাহ্নবী? একটি সাক্ষাৎকারে উলাঝ ছবির প্রচারের ফাঁকে এই বিষয়ে কথা বললেন জাহ্নবী। জানালেন আদৌ এমন একটি আইকনিক ছবির সিক্যুয়েল আসা উচিত কিনা না সেটা নিয়েও। প্রসঙ্গত মিস্টার ইন্ডিয়া ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল শ্রীদেবী এবং অনিল কাপুরকে। এদিন এই সাক্ষাৎকারে জাহ্নবী জানান, ‘মিস্টার ইন্ডিয়া...