হেপাটাইটিস বি সচেতনতা
২৪ মে ২০২৪, ১২:২০ এএম | আপডেট: ২৪ মে ২০২৪, ১২:২০ এএম
হেপাটাইটিস বি একটি মারাত্মক যকৃতের রোগ। বিশ্বে প্রায় চল্লিশ কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। ইপিআইতে এই রোগের টিকা শুরু হলেও বাংলাদেশে এখনও অনেক হেপাটাইটিস বি আক্রান্ত রোগী দেখা যায়। এটি যকৃত বা লিভারের অনেক ক্ষতিসাধন করে। হেপাটাইটিস বি ভাইরাস যকৃতে দীর্ঘস্থায়ী প্রদাহ করতে পারে। এর ফলে সিরোসিস হয়ে যেতে পারে। তবে বেশ কয়েক বছর লাগতে পারে সিরোসিস হতে।রএই ধরনের সংক্রমণ থেকে হেপাটোসেলুলার কার্সিনোমাও (যকৃত ক্যান্সার) হতে পারে।
সাধারনত শরীরের বিভিন্ন ফ্লুইড বা তরল এবং রক্তের মাধ্যমে এ রোগ ছড়ায়। রক্তে হেপাটাইটিস বি ধারনকারী ব্যক্তি কাউকে রক্ত প্রদানে এ রোগ হতে পারে, এ ছাড়া যেকোন প্রকার অবৈধ যৌন আচরনের ফলেও এটি অনেক বেশী ছড়ায়। আক্রান্ত মা থেকে সন্তান এ রোগে আক্রান্ত হতে পারে। স্বামী থেকে স্ত্রী বা স্ত্রী থেকে স্বামী আক্রান্ত হতে পারেন।
হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ হলে বিভিন্ন লক্ষন দেখা যায় । যেমন ঃ
১। অসুস্থ বোধ। ২। ক্ষুধামন্দা। ৩। বমি বমি ভাব। ৪। বমি। ৫।শরীর ব্যথা। ৬। জ্বর। ৭। প্রস্রাব হলুদ হয়ে যাওয়া। ৮ । চামড়াতে ফুসকুড়ি দেখা দিতে পারে। ৯। অবসাদ বোধ করা। ১০। বেশীরভাগ সময়েই মাথা ব্যথা থাকা। ১১। গা চুলকানো। ১২। হাড়ের জয়েন্টে ব্যথা থাকা।
অসুস্থতা কয়েক সপ্তাহ স্থায়ী হয়। তারপর কিছু ক্ষেত্রে ধীরে ধীরে গুরুতর যকৃতের রোগ করতে পারে। অনেক সময় সংক্রমণ সম্পূর্ণভাবে প্রকাশ নাও হতে পারে। তখন হয় বিপদ। হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে ক্রনিক সংক্রমণ হয়। ক্রনিক বা দীর্ঘমেয়াদি সংক্রমণ থেকেই সিরোসিস এবং লিভার ক্যন্সার হতে পারে।
উপসর্গ গুলো দেখে বিশেষজ্ঞ ডাক্তারগণ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। ফলে রোগ নিশ্চিতভাবে ধরা যায়। রক্তের এইচবিএসএজি একটি সহজ পরীক্ষা। এর মাধ্যমে কম সময়ে এবং কম খরচে নিশ্চিত হওয়া যায়, রুগীর শরীরে এই ভাইরাস ঢুকেছিল কি না। এছাড়া লিভারের আলট্রাসনওগ্রাফি, এসপিটি, এসজিওটি, সিরাম বিলিরুবিন, ইত্যাদির মাধ্যমে রোগ ধরা যায়। ভাইরাল মার্কার দেখে একেবারে নিশ্চিতভাবে বি ভাইরাস এর অস্তিত্ব ধরতে পারা যায়।
হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। রোগীকে আলাদা রেখে পুরোপুরি বিশ্রাম, প্রচুর তরল খাদ্য, বিশেষত গ্লুকোজ সমৃদ্ধ ফলের রস ও সহজপাচ্য অন্যান্য খাবার খাওয়ানো। এ সময় অযথা যেকোনো ওষুধ দেয়া ঠিক না। রোগী যদি একেবারেই খেতে না পারে সে ক্ষেত্রে শিরায় দেয়া ফ্লুইডের মাধ্যমে তার প্রয়োজনীয় পুষ্টি মেটাতে হবে। এ ধরনের রোগীর ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। ৬ মাসের মধ্যে প্রায় ৯০ ভাগ রোগীই পুরোপুরি ভাল হয়ে যায়।
তবে যারা ভাল হবে না বা ক্রনিক স্টেজে যাবে তাদের এন্টি ভাইরাল চিকিৎসা চালাতে হবে। হেপাটাইটিস ‘বি’ এর চিকিৎসায় এখন খাবার ট্যাবলেট বেরিয়েছে। ইন্টারফেরন, সাথে মুখে খাবার ঔষধ এনটেকাভির, ল্যামিভুডিন, এডিফোভির, টেলবিভুডিন ইত্যাদি ওষুধ হেপাটাইটিস ‘বি’ এর চিকিতসা সহজ করে দিয়েছে। তবে এসব চিকিৎসা ব্যয়বহুল এবং বিশেষজ্ঞের মতামত প্রয়োজন হয় তাই প্রতিরোধের দিকে দৃষ্টি দেয়া উচিত।
সংক্রামক ব্যাধি হেপাটাইটিস-বি-এর প্রতিষেধক টিকা বর্তমানে পাওয়া যায়। ছোটরা বিনা মূল্যে ইপিআই সেন্টার থেকে এটা নিতে পারে। এই প্রতিষেধক টিকা নিয়ে প্রাণঘাতী হেপাটাইটিস-বি রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। নবজাতক থেকে শুরু করে শিশু, কিশোর, পূর্ণবয়স্ক সবাইকে এই টিকা দেয়া যায়। তবে যাদের এইচবিএসএজি পজিটিভ তাদের এ প্রতিষেধক টিকা দেয়া যায় না। অনিরাপদ এবং অবাধ যৌনতা, একই সিরিঞ্জ বা সুঁইকে বিভিন্ন ব্যক্তির বারবার ব্যবহার করা, শরীরে উল্কি আঁকা, স্যালুনে ব্যবহৃত ক্ষুর, ব্লেড, কাঁচি হতে এবং হাসপাতালে হেপাটাইটিস বি আক্রান্তদের নিবিড় পরিচর্যার কারণে, ডেন্টিষ্টের ব্যবহৃত যন্ত্রপাতি, অপারেশন থিয়েটারে ব্যবহৃত অনিরাপদ যন্ত্রপাতি, সিরিঞ্জ এ মাদক নেয়া, আক্রান্তের রক্ত নেয়ার মাধ্যমে রোগটি ছড়ায়। এসব থেকে শতহাত দূরে থাকলেই এ রোগ প্রতিরোধ সম্ভব। আশা করি সবাই সচেতন হবে।
ডা. মোঃ ফজলুল কবির পাভেল
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত
আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ংকর পরিকল্পনা করছে: যুক্তরাষ্ট্র জাগপা