ব্রেন টিউমার : দেশেই আছে উপযুক্ত চিকিৎসা
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ এএম
শরীরের কোনো কোষের অনিয়ন্ত্রিত ও অস্বাভাবিক বৃদ্ধিকে টিউমার বলে। শরীরের কোষ বিভাজনের নিয়ন্ত্রণে কিছু জিন আছে যা টিউমার বৃদ্ধিতে বাঁধা দেয়। এদেরকে টিউমার সাপ্রেসর জিন বলে। কোনো কারণে এ জিন কাজ না করলে শরীরের কোষের বৃদ্ধির উপর বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার ফলশ্রুতিতে টিউমার তৈরী হয়। ব্রেন বা মস্তিস্কে টিউমার যে কোনো বয়সেই হয়ে থাকে। তবে শিশু কিশোদের মধ্যে এর প্রকোপতা বেশী। টিউমার মুলত দুই প্রকার। একটি হলো বিনাইন টিউমার, যা শরীরের জন্য ততটা ক্ষতিকর নয়। অন্যটি হলো ম্যালিগন্যান্ট টিউমার, যা শরীরের জন্য ক্ষতিকর। আর ক্যান্সার বলতে যা বুঝি তা হলো ম্যালিগন্যান্ট টিউমার।
ব্রেন টিউমারের প্রকার ঃ
ব্রেন টিউমারকে প্রধানত দুভাবে ভাগ করা যায়। যথা:
প্রাইমারী ব্রেন টিউমার: টিউমার নির্দিষ্ট অংগে বা মস্তিস্কে তৈরী হলে তাকে প্রাইমারী ব্রেন টিউমার বলে। এটি মস্তিস্কের আবরণী পর্দা, কোষ, ¯œায়ুকোষ ও গ্রন্থিতে হতে পারে।
সেকেন্ডারী ব্রেন টিউমার: যখন টিউমারটি বিভিন্ন অংগে তৈরী হয়ে ছড়িয়ে গিয়ে মস্তিস্কে আসে তখন তাকে সেকেন্ডারী ব্রেন টিউমার বা মেটাস্টাসিস বলে। সবচেয়ে খারাপ হলো মেটাস্টাসিস। মুলত অন্য স্থানের ক্যান্সার মস্তিস্কে ছড়িয়ে পড়লে এ ধরণের ব্রেন টিউমার বা ক্যান্সার সৃষ্টি হয়। সেকেন্ডারী ব্রেন টিউমার ফুসফুসের ক্যান্সার, স্তন ক্যান্সার, ত্বকের ক্যান্সার, কিডনীর ক্যান্সার হতে ছড়ানোর সৃষ্টি হয়। ফলে সময়মতো রোগ নির্ণয় না হলে এর চিকিৎসা দুরুহ ও ব্যয়সাপেক্ষ।
কারণ ঃ
ব্রেন টিউমারের সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায় নি। তবে কিছু জিনের মিউটেশনে রোগটি হতে পারে। এছাড়াও ক্ষতিকর বিকিরণ বা রেডিয়েশনকে দায়ী ভাবছেন বিশেষজ্ঞরা।
লক্ষণ
মস্তিস্কের টিউমারের প্রাথমিক লক্ষণ মাথাব্যথা। তবে মাথা ব্যথা হলেই যে ব্রেন টিউমার এমনটা নয়। মাথাব্যথা সারাক্ষণই থাকে। কখনো কখনো তীব্র হয়। হাঁচি, কাশি দিলে মাথাব্যথা বাড়ে। সকালে ঘুম হতে উঠলেই ব্যথা বেশি হয়।
মাথা ব্যথার সাথে চোখে ঝাপসা দেখা।
কখনো কখনো ঘুমের মধ্যে মাথাব্যথা শুরু হয়, ফলে ঘুম ভেঙে যায়।
মাথা ব্যথার সাথে বমি বা খিঁচুনী।
ধীরে ধীরে রোগীর দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি লোপ পায়।
আচরণগত পরিবর্তন, হঠাৎ রেগে যাওয়া, মনোযোগের ঘাটতি।
শরীরের একপাশ ধীরে ধীরে অবশ হয়ে যায়।
হাঁটতে সমস্যা, কানে কম শোনা, কথা বলতে কষ্ট অনুভব হওয়া ইত্যাদি।
পরীক্ষা ঃ
১. সিটি স্ক্যান। ২. এম আর আই। ৩. এছাড়াও আরো কিছু পরীক্ষায় প্রয়োজন পড়ে।
চিকিৎসা ঃ
ব্রেন টিউমারের চিকিৎসা পদ্ধতির মধ্যে সার্জারী, রেডিওথেরাপী, কেমোথেরাপী উল্লেখযোগ্য। তবে ব্রেন টিউমারের উপযুক্ত চিকিৎসা হলো সার্জারী, কিছু টিউমার আছে যেগুলো সার্জারীর মাধ্যমে অপসারণ সম্ভব। কিছু টিউমার আছে যার পরিমাণ বেশ কম, সেগুলো ঔষুধের মাধ্যমে পুরোপুরি নিরাময় সম্ভব। বাংলাদেশে ব্রেন টিউমারের উপযুক্ত চিকিৎসা করা সম্ভব। উপরোক্ত লক্ষণগুলো দেখা দিলেই অতিসত্ত্বর চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রতিটা বড় মেডিকেল কলেজেই নিউরোসার্জারী বিভাগে ব্রেনে টিউমারের সার্জারী হয়।
প্রতিরোধ ঃ
ব্রেন টিউমার প্রতিরোধ করার সুনির্দিষ্ট কোনে উপায় নেই। তবে ক্যান্সার হতে দুরে থাকতে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে স্বাস্থসম্মতভাবে জীবনযাপন করা।
নিয়মিত ব্যায়াম করতে হবে।
প্রত্যহ কায়িক পরিশ্রম করতে হবে।
ধুমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করতে হবে।
মদ্যপান হতে দুরে থাকতে হবে।
যে কোন ধরণের তেজস্ক্রিয় বিকিরণ হতে দুরে থাকতে হবে।
মোবাইল ফোন, হেডফোন, ওয়াইফাই রাউটার ব্যবহার কমাতে হবে।
প্রচুর শাকসব্জী, ফলমুল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
মোঃ হুমায়ুন কবীর
হোমিওপ্যাথিক চিকিৎসক, গবেষক, স্বাস্থ্য নিবন্ধকার।
রেনেসাঁ হোমিও মেডিকেয়ার
২৫/৩, নবাব কাঁটারা, নিমতলী, চাঁনখারপুল, ঢাকা- ১০০০।
মোবাইল নম্বরঃ- ০১৭১৭-৪৬১৪৫০, ০১৯১২-৭৯২৮৯৪।
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কী পরিবর্তন আসছে?